কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫১ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় আরও ভূমি দখলে ইসরায়েল, বাড়ছে আগ্রাসন

ইতোমধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও খান ইউনিসের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
ইতোমধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও খান ইউনিসের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানানো হয়, ব্যাপকভাবে জনগণকে সরিয়ে দিয়ে কিছু এলাকাকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে অন্তর্ভুক্ত করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যেসব স্থানে লড়াই চলছিল, সেখান থেকে জনগণকে সরিয়ে দেওয়া হবে। আমাদের লক্ষ্য গাজা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো নির্মূল করা এবং নিরাপত্তার স্বার্থে কিছু এলাকা দখলে নেওয়া।

ইসরায়েল ইতোমধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও খান ইউনিসের বাসিন্দাদের সরে যেতে বলেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে উপকূলীয় এলাকা আল-মাওয়াসিরে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কাটজ গাজাবাসীদের উদ্দেশে বলেছেন, আপনারা হামাসের বিরুদ্ধে অবস্থান নিন এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করুন। এটাই যুদ্ধ শেষ করার একমাত্র উপায়।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, হামাসকে নিষ্ক্রিয় করা ও জিম্মিদের ফেরানোর একমাত্র পথ সামরিক অভিযান। তবে ইসরায়েলি বাহিনী ঠিক কতটুকু ভূখণ্ড দখলে নেবে এবং এটি স্থায়ী হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন গিশা জানিয়েছে, গাজায় ৬২ বর্গকিলোমিটার এলাকা ইতোমধ্যে দখল করেছে সেনাবাহিনী, যা উপত্যকার মোট আয়তনের ১৭ শতাংশ। এতে গাজার গুরুত্বপূর্ণ পানি, পয়োনিষ্কাশন ও কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে।

এদিকে গত এক মাসেরও বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর এবারই প্রথম এত দীর্ঘ সময় ত্রাণ প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

ইসরায়েলি প্রশাসন দাবি করছে, গাজায় পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে, নতুন করে ত্রাণের প্রয়োজন নেই। তবে জাতিসংঘ এ দাবিকে "হাস্যকর" বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের শঙ্কা তৈরি হয়েছে।

একদিকে ত্রাণ বন্ধ, অন্যদিকে বোমা হামলা—এই পরিস্থিতিতে গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, বুধবার ইসরায়েলি হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিল। তবে ইসরায়েলি প্রতিক্রিয়ায় গাজায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত এবং পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সহিংসতার উস্কানি : এবি পার্টির প্রতিবাদ

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য, কড়া বার্তা দিল রাশিয়া

ফেসবুক পোস্টে কমেন্টস নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ 

আগে মেসে থাকতেন, এখন কোটি টাকার গাড়িতে চড়েন : বুলু

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আশার আলো দেখছে পাকিস্তান

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

‘আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে’

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

১০

জানাজায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

১১

ঈদের চতুর্থ দিনেও পর্যটকে মুখরিত সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো

১২

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

১৩

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৪

এসিসির নতুন চেয়ারম্যান হলেন মহসিন নকভি

১৫

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস ও মোদি

১৬

সংসদ সদস্য হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর করা হবে : ফারুক

১৭

জব্দ ৫০০ কেজি জাটকা গেল এতিমখানায়

১৮

গণঅভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর : বরকত উল্লাহ বুলু

১৯

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু

২০
X