প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানবিরোধী বিক্ষোভের জেরে তুরস্কে ধরপাকড় চলছেই। বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত প্রায় ১৯০০ জন ছাত্র-জনতাকে আটক করা হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও। বিক্ষোভের খবর সংগ্রহ ও প্রচার করার দায়ে তাদের বিভিন্ন স্থান থেকে তুলে যাওয়া হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আট দিন আগে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তুরস্কজুড়ে গণগ্রেপ্তারের শিকার হচ্ছেন বিক্ষোভকারী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের অনুরোধ পাত্তা দিচ্ছে না এরদোয়ানের প্রশাসন।
তুরস্ক জানিয়েছে, তারা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তার এবং এর ফলে সৃষ্ট বিক্ষোভের বিষয়ে ‘পক্ষপাতদুষ্ট’ বিদেশি বিবৃতি প্রত্যাখ্যান করেছে। তবে সাংবাদিকদের ব্যাপারে তারা নমনীয়। সমাবেশে সংবাদ সংগ্রহকারী সাত স্থানীয় সাংবাদিককে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, তাদের সংবাদদাতা মার্ক লোয়েনকে ইস্তাম্বুলের হোটেল থেকে তুলে নিয়ে যায় তুরস্কের কর্তৃপক্ষ। এরপর ১৭ ঘণ্টা আটকে রাখা হয়। এ নিয়ে বিবিসি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করলে কর্তৃপক্ষ তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠায়। লোয়েন এরদোয়ানবিরোধী বিক্ষোভের সংবাদ সংগ্রহ এবং প্রচারে নিয়োজিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ১,৮৭৯ জনকে আটক করা হয়েছে। আদালত ২৬০ জনকে বিচারের জন্য জেলে পাঠিয়েছেন। ৪৮৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং ৬৬২ জন এখনও শুনানির অপেক্ষাধীন। পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সরকারবিরোধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে।
বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। এসব ঘটনার তদন্ত করতে তারা তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে। গোষ্ঠীগুলো বলেছে, বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল। আন্দোলনকারীদের ওপর আক্রমণ গণতন্ত্রের পশ্চাদপসরণকে চিহ্নিত করে।
এদিকে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তুর্কিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা ইস্তাম্বুল এবং অন্যান্য স্থানে সমাবেশ এবং বিক্ষোভের আয়োজন করতে ছাত্র-জনতাকে অনুরোধ করেছে। তবে এরদোয়ান এই বিক্ষোভের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বিক্ষোভকারীদের কঠিন আইনি ঝামেলায় পড়তে হবে বলে সতর্ক করে বক্তব্য দিয়েছেন।
মন্তব্য করুন