ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রীয় বাজারে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, গাজার হাজারো ফিলিস্তিনি মারাত্মক খাদ্য সংকট ও অপুষ্টির মুখে পড়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, গত তিন সপ্তাহে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে পারেনি।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ২০৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো নিখোঁজ ব্যক্তিকে যুক্ত করলে প্রকৃত নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি বন্দি হয়।
মন্তব্য করুন