ইসরায়েলি বাহিনী গাজার নাসের হাসপাতালে হামলা চালিয়ে অন্তত দুইজনকে হত্যা করেছে, যাদের মধ্যে একজন হামাস নেতা ছিলেন। খবর আলজাজিরার।
এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগেই গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে বিমান হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর আরেক সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। এ হামলায় অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ বন্দি হয়েছিল।
মন্তব্য করুন