ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ পদত্যাগ করেছেন। তিনি দেশটির রাষ্ট্রপতির কৌশলগত পররাষ্ট্রনীতি উপদেষ্টা এবং পশ্চিমাদের সঙ্গে আলোচনার পক্ষে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। খবর আলজাজিরার।
জাভেদ জারিফ কট্টরবিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন। সোমবার ভোরে একটি অনলাইন পোস্টে এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ৪০ বছরের চাকরির (রাজনৈতিক জীবন) সবচেয়ে তিক্ত অধ্যায় এটি।
জারিফ বলেন, দেশের জন্য এই অস্থির সময়ে সরকারের ওপর আরও চাপ রোধ করা প্রয়োজন। এ জন্য বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই তাকে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকতার চাকরিতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
২০২২ সালের একটি আইনের ভিত্তিতে পদত্যাগের জন্য কট্টরপন্থি গোষ্ঠীগুলোর চাপের মুখে ছিলেন তিনি। এ অবস্থা কয়েক মাস ধরে চলছিল। ফলে অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধ দেখা দেয়। ওই আইনের আওতায় দ্বৈত নাগরিকত্বধারী অথবা দ্বৈত নাগরিকত্বধারী পরিবারের প্রথম পর্যায়ের সদস্যদের রাজনৈতিক পদ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। জারিফের দুই সন্তান জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক। ফলে তার পদত্যাগের দাবি ওঠে।
মধ্যপন্থি রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এখনও এই খবরে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। যদিও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতির অফিস জারিফের পদত্যাগপত্র পেয়েছে।
এর আগে, ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে সংসদে আনা অনাস্থা প্রস্তাবে ১৮২ জন সংসদ সদস্যের সমর্থনে তিনি পদচ্যুত হন।
হেম্মতির বরখাস্তের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমেছে। বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা আট মাস আগের তুলনায় প্রায় অর্ধেক।
মন্তব্য করুন