গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু এজেন্সির।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে ১৭ জন ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধে মৃতের সংখ্যা ৪৮,৩৬৫ জনে পৌঁছেছে।
আরও বলা হয়, ওই সময় ১৯ জন আহত ফিলিস্তিনিকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়। যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১,১১,৭৮০ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এ জন্য ইসরায়েলি বাধা ও উদ্ধার সরঞ্জামের অপ্রতুলতার কথা উল্লেখ করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে উদ্ধারকারী দল অবরুদ্ধ এলাকাগুলোতে যাওয়ার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় একের পর এক মরদেহ পাওয়া যাচ্ছে।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও, গাজার স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিচ্ছে। কোথাও কোথাও সেনারা অহেতুক গুলি ছুড়ে ফিলিস্তিনিদের হতাহত করার প্রমাণও মিলেছে।
মন্তব্য করুন