কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি

লটারি বক্স। ছবি : সংগৃহীত
লটারি বক্স। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে কোটিপতি বনে গেছেন দুই বাংলাদেশি। দেশটির বিগ টিকেটের সর্বশেষ সাপ্তাহিক ড্রতে আড়াই লাখ দিরহাম জিতেছেন তারা। যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটির বেশি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজয়ী দুজন হলেন মো. মোজাম্মেল হক ভূইঞা এবং আলমগীর হাফেজুর রহমান। ফেব্রুয়ারি মাসের চলতি সাপ্তাহিক ই-ড্র সিরিজের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুজন বিজয়ী ঘোষণা করা হয়। এবার এ দুই বাংলাদেশি বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে মোজাম্মেল পেশাল গাড়িচালক এবং আলমগীর সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।

মোজাম্মেল বলেন, আমি সত্যিই বাকরুদ্ধ। এই মুহূর্তটি সুখের ঊর্ধ্বে। তিনি দুবাইয়ে বসবাস করছেন। সাত বছর আগে প্রথম বিগ টিকেট সম্পর্কে প্রথম জানতে পারেন তিনি। এরপর থেকে তিনি ২০ বন্ধুর একটি গ্রুপের সাথে প্রতি মাসে বিগ টিকেট কিনছেন।

তিনি জানান, জয়ের পর এ অর্থ কীভাবে ব্যয় করবেন তা এখনো ঠিক করেননি। তিনি বলেন, একটা বিষয় নিশ্চিত, আমি এই পুরস্কার আমার বন্ধুদের সাথে ভাগ করে নেব, ঠিক যেমন আমরা সবসময় একসাথে খেলেছি। এই জয় আমার বিগ টিকেটের প্রতি বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং আমি অবশ্যই আরও টিকেট কিনতে থাকব।

গত ১৩ বছর ধরে দুবাইয়ে বসবাসকারী ভূইঞা বাকিদের জন্য একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমার পরামর্শ সহজ—চালিয়ে যান, আপনার মুহূর্ত আসবে।

লটারি জেতা অপর বাংলাদেশি আলমগীর জানান, সহকর্মীদের মাধ্যমে বিগ টিকেট সম্পর্কে তিনি জানতে পারেন। তিনি কিছু সময় ধরে ১০ জনের একটি গ্রুপের সাথে টিকেট কিনছেন।

জয়ের খবর শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, যখন আমি জয়ের কল পেলাম, আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি।

দুবাইতে ১৫ বছর ধরে বসবাসকারী আলমগীর জানান, এই অর্থ তার গ্রুপের সদস্যদের মধ্যে ভাগ করা হবে। তিনি বলেন, এটি আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনবে। আমাদের কেউ কেউ এটি দিয়ে দেশে ঋণ শোধ করব, আবার কেউ পরিবারকে সহায়তা করার জন্য পাঠাব।

তিনি আরও বলেন, জয় আমাদের আরও আশা দিয়েছে এবং আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের পরবর্তী স্বপ্ন ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তুলুন’

খুনের চার বছর পর একজনের মৃত্যুদণ্ড

ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত

আবরার হত্যার ফাঁসির আসামি জেল থেকে পালিয়েছে : আবরার ফায়েজ

সিসিসির লোগো পরিবর্তন, নৌকা আউট-শাপলা ইন

নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে কারা থাকছেন

তামিম ইকবালসহ এবার চসিকের একুশে সম্মাননা পাচ্ছেন ১৪ জন

‘ক্ষমতায় বসে উপদেষ্টারা রাজনৈতিক দল করলে বিএনপি মেনে নেবে না’

জামায়াতের কর্মসূচি স্থগিত

বিশ্বনেতারা পা রাখতেই কিয়েভে বিমান হামলার সাইরেন

১০

মাগুরায় দ্রব্যমূল্য কমানো ও নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ

১১

‘স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন’

১২

‘ডিজিটাল টিকিটিং বদলে দিচ্ছে পরিবহন ব্যবস্থা’

১৩

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার আজহারির স্ট্যাটাস

১৪

বিয়ে করলেন শাকিলা পারভীন

১৫

এনআইবিপিএসে ফ্রোজেন সেকশন মেশিন দিল শেভরন

১৬

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে’

১৭

নতুন রাজনৈতিক দল ঘোষণার তারিখ চূড়ান্ত

১৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধীদের হুঁশিয়ারি

১৯

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি প্রকাশ করলেন হাসনাত

২০
X