ইয়েমেনি সেনাবাহিনী একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। রোববার ইয়েমেনি যোদ্ধারা প্রথমবারের মতো একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। খবর পার্সটুডের।
তবে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং হামলার পর পালাতে সক্ষম হয়। একই দিনে, ইয়েমেনি সেনাবাহিনী একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে ইসরায়েলি যুদ্ধবিমান লেবানন ও সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে, যা হিজবুল্লাহর অস্ত্র পরিবহন রুটগুলোতে পরিচালিত হয় বলে দাবি করেছে ইসরায়েল।
এ ছাড়া বায়তুল মোকাদ্দাস ও পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে শহরের অধিবাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
মন্তব্য করুন