রমজান মাসে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।
এই পদক্ষেপের লক্ষ্য হলো মসজিদের পবিত্রতা রক্ষা এবং নামাজের পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। মসজিদে নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও তোলা, কিংবা মিডিয়া লাইভ সম্প্রচার করা, প্রার্থনার আন্তরিকতাকে হালকা করে ফেলতে পারে এবং সৃষ্টিকর্তার নিকট ইবাদত করার পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, নামাজের সময় ক্যামেরা ব্যবহার করা যাবে না এবং কোনোভাবেই লাইভ সম্প্রচার করা যাবে না। এই নির্দেশনার মাধ্যমে মসজিদের পবিত্রতা এবং নামাজের সঠিক পরিবেশ বজায় রাখার জন্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।
মসজিদের পরিবেশ বজায় রাখা
মসজিদে নামাজের সময় কোনো ধরনের বিভ্রান্তি কিংবা অস্বস্তি সৃষ্টি না হওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মসজিদে সৃষ্টিকর্তার নিকট ইবাদত করা মুসল্লিদের জন্য এক গভীর ধর্মীয় অভিজ্ঞতা। ছবি বা ভিডিও তোলার মাধ্যমে নামাজের পরিবেশে বিঘ্ন সৃষ্টি হওয়া এবং এর প্রচার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের কাছে অগ্রহণযোগ্য।
প্রতি বছর রমজান মাসের আগেই মন্ত্রণালয় এমন নির্দেশনা প্রদান করে, যাতে মসজিদগুলোতে নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন।
রমজানে মসজিদে নতুন উদ্যোগ
মক্কা ও মদীনা মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস বলেছেন, রমজান মাসে মন্ত্রণালয় অপারেশনাল পরিকল্পনার ডিজিটাইজেশন (তথ্য বা সেবাগুলো ডিজিটাল ফরমেটে রূপান্তরের প্রক্রিয়া) বাড়াবে। এর মাধ্যমে, ওমরাহ পালনকারী এবং মক্কা ও মদীনা মসজিদে ভ্রমণকারীরা আরও সুবিধা লাভ করবেন।
তিনি আরও জানিয়েছেন, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন তারা এই নির্দেশনা মেনে চলেন এবং মসজিদে সঠিক ধর্মীয় পরিবেশ বজায় রাখতে সহায়তা করেন।
ধর্মীয় শিষ্টাচার এবং মসজিদের রক্ষণাবেক্ষণ
মন্ত্রণালয় প্রতিটি মসজিদে ধর্মীয় শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে এবং প্রতি বছর রমজানের আগেই মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা সবাইকে এসব নির্দেশনা প্রদান করা হয়।
এদিকে, সৌদি আরবে রমজান মাসে নামাজের সরাসরি সম্প্রচার সাধারণ হয়ে উঠলেও, তা মাঝে মাঝে সাধারণ মুসল্লিদের জন্য সমস্যা সৃষ্টি করে। এই নতুন পদক্ষেপের মাধ্যমে, মসজিদে আসা মুসল্লিদের শান্তিপূর্ণ নামাজের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন