কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েলি সেনারা একের পর এক যুদ্ধাপরাধ চালিয়ে গেছে গাজা উপত্যকায় গত ১৫ মাস। ছবি : সংগৃহীত।
আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েলি সেনারা একের পর এক যুদ্ধাপরাধ চালিয়ে গেছে গাজা উপত্যকায় গত ১৫ মাস। ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ভয়াবহ সামরিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ১৯ জানুয়ারি থেকে উপত্যকাটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এ সময়ের মধ্যে সেখানে গাজার নিরীহ মানুষের ওপর চালানো বর্বর নির্যাতনের অনেক তথ্য ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক ইসরায়েলি সেনা নিজেই ফাঁস করেছেন গাজায় সংঘটিত এক ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হামাকোম’-এ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, কিভাবে এক ৮০ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধকে গলায় বিস্ফোরক বেঁধে আট ঘণ্টা ধরে হাঁটানো হয় এবং শেষ পর্যন্ত তাকেসহ তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়।

বৃদ্ধের গলায় বিস্ফোরক বেঁধে নির্যাতন

হামাকোমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাইতুন এলাকায় অভিযানের সময় ইসরায়েলি সেনারা ওই বৃদ্ধকে বন্দি করে এবং তাকে তাদের জন্য একটি ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে।

এক সেনা সংবাদমাধ্যমটিকে জানান, আমরা তাকে আমাদের সঙ্গে বাড়ি ও সুড়ঙ্গ তল্লাশির কাজে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়েছিল এবং বলা হয়েছিল, যদি তিনি আমাদের সহযোগিতা না করেন বা পালানোর চেষ্টা করেন, তাহলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

এই ভয়াবহ পরিস্থিতিতে বৃদ্ধ আট ঘণ্টা ধরে সেনাদের সঙ্গে হাঁটতে বাধ্য হন। সেনাটি আরও জানান, তিনি ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ। তার পালিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না এবং তিনি জানতেন, তার পেছনে থাকা সেনারা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করতে পারে।

অবশেষে গুলি করে হত্যা

প্রতিবেদনে বলা হয়, অভিযান শেষে ওই বৃদ্ধকে এবং তার স্ত্রীকে আল-মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়। তবে ইসরায়েলি সেনারা নিজেদের মধ্যে সমন্বয় না করায় অন্য একটি ব্যাটালিয়নের সেনারা তাদের শত্রু ভেবে গুলি করে হত্যা করে। পরে তাদের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

গাজায় আরও ভয়াবহ যুদ্ধাপরাধের আশঙ্কা

এই ঘটনা গাজার যুদ্ধাপরাধের মাত্র একটি উদাহরণ। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ ও ‘স্কাই নিউজ’-এর একাধিক প্রতিবেদনে গাজায় সংঘটিত ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের চিত্র উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, সামনের দিনগুলোতে আরও ভয়াবহ তথ্য প্রকাশিত হবে, যা ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ হিসেবে কাজ করবে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। অবরুদ্ধ এই ভূখণ্ডে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে দখলদার বাহিনী একের পর এক যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুজনের মৃত্যু

তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

‘সীমান্তে হত্যা কোনোভাবেই ন্যায্য নয়, একতরফা সিদ্ধান্তে বেড়া স্থাপন’

‘একটা মুনাফেকি ছাত্র সংগঠনের নেতারা আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে জড়িত’

বিজিবির বাধার মুখে বাঙ্কার সরিয়ে নিল বিএসএফ

বিয়ের বাজার শেষে ফেরার পথে বর নিহত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম’ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা গ্রেপ্তার

‘সাধুসঙ্গ হওয়া খুব জরুরি, না হলে বিলুপ্ত হয়ে যাবে’ 

১০

শেকৃবিতে শিবিরের প্রকাশনা উৎসব বন্ধের নির্দেশ

১১

ছাত্রলীগ নেতা হাসনাত গ্রেপ্তার

১২

ববিতে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

১৩

‘শিশু শিক্ষার্থীদের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে’

১৪

অপপ্রচার ঠেকাতে ইসির পাশে মার্কিন প্রতিষ্ঠান

১৫

‘এককভাবে কেউই দেশের নিয়ন্ত্রণ করতে পারবেন না’

১৬

রংপুরে নদীকে বিল বানিয়ে ইজারা : বেলার লিগ্যাল নোটিশ

১৭

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ / দুবাইয়ের পিচ কেমন হবে, ভারত-বাংলাদেশ ম্যাচে কারা সুবিধা পাবে?

১৮

নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

১৯

এনসিটিবি’র রাখাল রাহার অপসারণ দাবি ১৫০ আলেমের

২০
X