কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মির মেয়ের জন্মে অনন্য উপহার দিল ফিলিস্তিনিরা

মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি। ছবি : সংগৃহীত
মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি। ছবি : সংগৃহীত

গাজা থেকে জিম্মিদের মুক্তির সঙ্গে সঙ্গে উপহার দিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে এবার এক অনন্য নজির স্থাপন করেছে গোষ্ঠীটি। জিম্মির মেয়ের জন্মে অনন্য উপহার দিয়েছে তারা।

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তরা হলেন- ইয়ার হর্ন, সাগি ডেকেল-চেন এবং আলেকজান্ডার ট্রুফানোভ। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাতে জিম্মি হন। এ সময় তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

একটি সূত্র জানায়, জিম্মি সাগুই ডেকেল-চেনকে তার মেয়ের জন্য অনন্য উপহার দিয়েছে হামাস। তিনি জিম্মি হওয়ার চার মাস পর কন্যাসন্তানের বাবা হন। মুক্তির সময় তার মেয়ের জন্য উপহার হিসেবে একটি স্বর্ণমুদ্রা দিয়েছে তারা।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে জানুয়ারিতে হামাসের হাতে জিম্মি থাকা ৩ ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পান। এ সময় ঘরে ফেরা বন্দিদের হাতে একটি করে ‘উপহারের’ ব্যাগও তুলে দেন হামাস যোদ্ধারা।

সংবাদমাধ্যমে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক পরিবেশের মধ্যে হাসিমুখে তিন নারী একটি গাড়িতে উঠে বসেন। তখন চারপাশে বেশ কয়েকজন কমলা রঙের ভেস্ট পরিহিত রেডক্রসের কর্মী, নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধা এবং বহু সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, ওই তিন নারী গাড়িতে উঠে বসার পর গাড়ির জানালার পাশেই হামাসের সদস্যরা তিনটি স্মারক সনদে স্বাক্ষর করেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সদস্যদেরও এই সনদে স্বাক্ষর করতে দেখা যায়। এরপর সনদগুলো মুক্তি পাওয়া তিন নারীর হাতে তুলে দেওয়া হয়।

সনদে আরবিতে বড় করে ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ শব্দগুলো লেখা ছিল। ওই সনদ হাতে নিয়ে জিম্মিদের হাসিমুখে ছবি তুলতেও দেখা যায়। এরপর তাদের প্রত্যেকের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দেন হামাস সদস্যরা। হাস্যোজ্জ্বল চেহারায় তারা উপহারের ব্যাগ গ্রহণ করেন।

সম্পূর্ণ ঘটনার লাইভ সম্প্রচার করা হয়েছে তেল আভিভ প্রতিরক্ষা দপ্তরের বাইরে। সে সময় সবার নজরে পড়ে বন্দিদের হাতে হামাসের দেওয়া এই উপহারের ব্যাগ। কী আছে এই ব্যাগে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। পরে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো ওই ব্যাগে কী রয়েছে তা জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দি অবস্থায় থাকাকালীন পণবন্দিদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের ব্যাগে। জানা যাচ্ছে, গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছিলেন, তার মধ্যে ভালো মুহূর্তগুলো যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এ উদ্যোগ হামাসের। এছাড়াও গাজা উপত্যকার একটি মানচিত্রও ছিল ওই উপহারের ব্যাগে।

ভিডিওতে দেখা যায়, হামাসের দেওয়া উপহারের ব্যাগ এবং স্মারক সনদ হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন মুক্তি পাওয়া জিম্মিরা। এ সময় ব্যাগ খুলে সংবাদিকদের দেখান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সাকিব

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে রোজগারের চেষ্টা করেছেন : শফিকুল আলম

নারী ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি 

আলেপের ধর্ষণের বিষয়ে আরও ভয়ংকর তথ্য সামনে এলো

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই: শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তানজিম বহিষ্কার

‘এই গেম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি’

১০

ভিসি, প্রো-ভিসির অপসারণে প্রধান উপদেষ্টাকে কুয়েট শিক্ষার্থীদের চিঠি

১১

বেলিংহামের নিষেধাজ্ঞা বহাল, আপিলে ব্যর্থ রিয়াল মাদ্রিদ

১২

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন

১৩

সতীর্থের বিতর্কিত লাল কার্ডের পর রোনালদোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৪

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

ভাষার বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক আগ্রাসন রোধের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের 

১৬

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

১৭

জার্মানির ভোট কাল, কেমন হবে নির্বাচন

১৮

ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

১৯

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

২০
X