কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা আরব বিশ্ব

২৭ ফেব্রুয়ারির সম্মেলনে আরব বিশ্ব ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কী কৌশল নেবে, তা বিশ্বব্যাপী নজর কাড়ছে। ছবি : সংগৃহীত
২৭ ফেব্রুয়ারির সম্মেলনে আরব বিশ্ব ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কী কৌশল নেবে, তা বিশ্বব্যাপী নজর কাড়ছে। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে একজোট হচ্ছে আরব বিশ্ব। গাজা উপত্যকার পুনর্গঠন ও ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের নামে উচ্ছেদের প্রস্তাবের জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, মিসর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ।

এরই মধ্যে মিসর আগামী ২৭ ফেব্রুয়ারি কায়রোতে জরুরি আরব সম্মেলনের ঘোষণা দিয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব

একই দিনে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সমুদ্রের পাশে গাজা উপত্যকা একটি বড় ‘রিয়েল এস্টেট সাইট’ হিসেবে বিবেচনা করা উচিত। এর জন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে এর পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে।

ট্রাম্পের এ বক্তব্যের পরপরই আরব দেশগুলো এটিকে ‘ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র’ বলে আখ্যা দেয় এবং কড়া প্রতিক্রিয়া জানায়।

তারও আগে গত ৪ ফেব্রুয়ারি ট্রাম্প বলেন, গাজা উপত্যকা পুনর্গঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানো হবে। ফিলিস্তিনিদের জন্য অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।

আরব দেশগুলোর কঠোর প্রতিক্রিয়া

ট্রাম্পের ঘোষণার পর সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশ তীব্র নিন্দা জানায়। এক বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিন সংকটের সর্বশেষ পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো পরিকল্পনা আমরা প্রত্যাখ্যান করছি। এ সংকটের স্থায়ী সমাধান হওয়া উচিত দ্বি-রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত আরব বিশ্ব মেনে নেবে না। এ অঞ্চল ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি, এটি কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়।

বিশ্বজুড়ে সমালোচনা

ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে শুধু আরব বিশ্বই নয়, চীন ও রাশিয়াও নিন্দা জানিয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এটিকে ‘ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গাজার ভূমি বিক্রির জন্য নয়। আমরা আমাদের রক্ত দিয়ে এই ভূমি রক্ষা করব।

বিশ্লেষকদের সতর্কবার্তা

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। এটি ফিলিস্তিনিদের চরম বিপদের মুখে ফেলবে। ২৭ ফেব্রুয়ারির সম্মেলনে আরব বিশ্ব ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কী কৌশল নেবে, তা বিশ্বব্যাপী নজর কাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পটুয়াখালীতে বেড়েছে বোরো আবাদ

১১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চলতি পথে হঠাৎ বিকল ট্রেন, যাত্রীদের আপ্যায়নে গ্রামবাসী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদযাত্রা 

‘৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষের পরিবেশ তৈরি হয়েছে’

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

স্থগিত কমিটি বহালের দাবিতে ছাত্রদের সড়ক অবরোধ

আসামি ধরতে গিয়ে তোপের মুখে খালি হাতে ফিরল র‌্যাব

মোবাইলের ডিসপ্লে নষ্ট করায় হত্যা, ৩ জনের যাবজ্জীবন

১০

ভুল চিকিৎসায় ফের রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

১১

‘দরজা ভেঙে ভেতরে দেখি বাবার গলা কাটা মরদেহ’

১২

আমরা জনগণের পুলিশ : ডিএমপি কমিশনার

১৩

সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরব রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

বইমেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে : প্রধান উপদেষ্টা

১৫

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স

১৬

বর্তমান সরকার বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল : নীরব

১৭

জাবিতে পরীক্ষা চলাকালে শিক্ষকের স্ত্রীকে প্রবেশে বাধা, অতঃপর...

১৮

যার প্রয়োজন তাকেই টিসিবির কার্ড দেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

১৯

সাবেক সংসদ সদস্য মজিদ খান গ্রেপ্তার

২০
X