কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার

এখনো গাজা উপত্যকায় অনেক মানুষ নিখোঁজ রয়ে গেছে, কারণ ধ্বংসস্তূপ ও বালুর নিচে বহু মরদেহ চাপা পড়ে আছে। ছবি : সংগৃহীত
এখনো গাজা উপত্যকায় অনেক মানুষ নিখোঁজ রয়ে গেছে, কারণ ধ্বংসস্তূপ ও বালুর নিচে বহু মরদেহ চাপা পড়ে আছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলার মধ্যেই নতুন এক ভয়াবহ সত্য উদঘাটিত হয়েছে। উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের তৈরি বালুর ঢিবির নিচ থেকে ৬৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাদের সামরিক অভিযানের সময় এসব ফিলিস্তিনিকে হত্যা করে ঢিবির নিচে চাপা দিয়েছিল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলের সেনারা গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা বুলডোজিং অভিযানের মাধ্যমে বহু স্থাপনা ধ্বংস করেছে এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত বালুর ঢিবিগুলো ফিলিস্তিনিদের জন্য মৃত্যুকূপে পরিণত করেছে।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৬৬ জনের মধ্যে ৩৭টি মরদেহ জাবালিয়া শহর থেকে এবং ২৯টি গাজার শাতি শরণার্থী শিবির থেকে পাওয়া গেছে। এসব মরদেহ কয়েক সপ্তাহ বা মাস ধরে মাটির নিচে চাপা ছিল বলে ধারণা করা হচ্ছে।

মাহমুদ বাসাল আরও বলেন, ইসরায়েলি হামলার কারণে বহু মানুষ রাস্তায়, স্কোয়ারে এবং পার্কে মৃত্যুবরণ করেছে। তখন নিরাপদ সমাধিস্থানের সুযোগ না থাকায় স্বজনরা তাদের মরদেহ যেখানে-সেখানে কবর দিতে বাধ্য হয়েছেন। এখনো অনেক কবর অজানা রয়ে গেছে, কারণ ধ্বংসস্তূপ ও বালুর নিচে বহু মরদেহ চাপা পড়ে আছে।

তিনি আরও জানান, গাজার সিভিল ডিফেন্স টিম এবং মেডিকেল কর্মীরা সীমিত সম্পদের মধ্যেও মরদেহ উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত হাজারো মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। ঝোড়ো বাতাসের কারণে অনেক শরণার্থী শিবিরের তাঁবু উড়ে গেছে, আবার ভারি বৃষ্টিতে বহু তাঁবু পানিতে প্লাবিত হয়েছে। এতে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকট আরও তীব্র হয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকায় প্রতিদিনই নতুন নতুন মানবিক বিপর্যয়ের খবর আসছে। ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন, ইসরায়েল শুধু সামরিক হামলাই চালাচ্ছে না, বরং কৌশলগতভাবে জীবনযাত্রার সব ব্যবস্থাকে ধ্বংস করছে। খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে, বাসস্থান ধ্বংস করে এবং মৌলিক সেবা বন্ধ রেখে ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে।

বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এ পরিস্থিতিকে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে এবং দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান জানাল ভারত

প্রস্তাব বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প

ববির ভিসি-প্রোভিসির পাল্টাপাল্টি নোটিশ, দ্বন্দ্ব প্রকাশ্যে

হাইব্রিড নেতাকর্মী বিএনপির নামে চাঁদাবাজি করছে : মজনু

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন / বাংলাদেশ-ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা সংস্কার কমিটি থেকে পদত্যাগ করেছেন স্যাম জাহান

অন্তর্বর্তী সরকারকে টিআইবির বার্তা

পুলিশকে সঠিক ও স্বাধীনভাবে কাজ করতে দিন : আবু নাসের

আতিফের কন্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল গান প্রকাশ

১০

দ্য প্রিন্টে নিবন্ধ / দালাই লামা নন শেখ হাসিনা, ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া

১১

সাদপন্থিরা ইজতেমার ময়দান বুঝে পাচ্ছে শনিবার

১২

রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : গয়েশ্বর

১৩

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল

১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

১৫

ফাইনালে চট্টগ্রাম কিংসের রানের পাহাড়

১৬

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি

১৭

বিবিসি বাংলার সমালোচনা করে ক্ষমা চাইলেন প্রেস সচিব

১৮

মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৫ যুবক

১৯

শনিবার ৩০০ ফিটে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

২০
X