মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখল করার এবং সেখানে বসবাসকারী সব মানুষকে সরিয়ে নেওয়ার বিতর্কিত প্রস্তাবের কয়েকদিন পর এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ইসরায়েলের নেতারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ নিয়ে কথা বলেন। তারা বক্তব্যে ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েল ও দ্য ওয়াশিংটন পোস্টের।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ‘সতর্কতা’ সহকারে শোনার যোগ্য। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তিনি গাজার বাসিন্দাদের উপত্যকা থেকে স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দেওয়ার একটি পরিকল্পনা তৈরি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
কাটজ এক বিবৃতিতে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী পরিকল্পনাকে স্বাগত জানাই, যা গাজার জনসংখ্যার একটি বৃহৎ অংশকে বিশ্বের বিভিন্ন স্থানে স্থানান্তরিত করার পরিস্থিতি সৃষ্টি করবে। তিনি বলেন, ইসরায়েলি পরিকল্পনা অনুসারে গাজার বাসিন্দারা যে কোনো দেশে যেতে পারে। যে দেশ তাদের গ্রহণ করতে ইচ্ছুক সেখানে স্থলপথে অথবা সমুদ্র ও আকাশপথে প্রস্থানের জন্য বিশেষ ব্যবস্থার মাধ্যমে যেতে পারবেন। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ফিলিস্তিনিরা বেশিরভাগই উপত্যকা ছেড়ে যেতে পারেনি; সীমিত পর্যায়ে চিকিৎসার জন্য স্থানান্তরের কিছু ব্যতিক্রম ছাড়া।
স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের কথা উল্লেখ করে কাটজ বলেন, যারা গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার সমালোচনা করেছে এবং ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে সহযোগিতা করতে রাজি হওয়ার সম্ভাবনা কম, ফিলিস্তিনিরা সেসব জায়গায় যেতে পারে।
ওয়াশিংটনে হোটেলে ধারণ করা একটি ভিডিওতে নেতানিয়াহু বলেন, ট্রাম্প গাজা সম্পর্কে তার ধারণা উত্থাপন করেছেন। আমি মনে করি, এই ধারণাটি সতর্কতা সহকারে শোনা উচিত। বছরের পর বছর ধরে উত্থাপিত অনেক পরিকল্পনার মধ্যে এটি প্রথম মৌলিক ধারণা।
গাজা উপত্যকা দখল করে ‘মধ্যপ্রাচ্যের মনোরম স্থান’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন ট্রাম্প। তার পরিকল্পনার ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এর মধ্যে একদিন পরই তিনি আবারও একই ধরনের কথা বলেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যাল ওয়েব প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। ফিলিস্তিনিরা ইতিমধ্যেই অনেক নিরাপদ এবং সুন্দর সম্প্রদায়ে পুনর্বাসিত হয়ে যেতে পারত। যেখানে নতুন এবং আধুনিক বাড়িঘর থাকবে। এটি হলে সেখানে মার্কিন সৈন্যদের কোনো প্রয়োজন হবে না।
মন্তব্য করুন