গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা হয়েছে। এ সময় ইসরায়েলের অন্তত আট সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ও চিকিৎসাকর্মীরা জানান, মঙ্গলবার সকালে গাজার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি সেনা চেকপয়েন্টে একজন ফিলিস্তিনি বন্দুকধারী অনুপ্রবেশ করে। এ সময় তিনি সেনাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে ইসরায়েলের অন্তত আট সেনা আহত হয়েছেন। এ সময় পাল্টা হামলায় ওই ফিলিস্তিনি নিহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের তাইসির চেকপয়েন্টের কাছে ইসরায়েলের একটি সামরিক চৌকিতে এ হামলা চালানো হয়। এটি জর্ডান উপত্যকা থেকে ফিলিস্তিনের এ গ্রাম ও বিভিন্ন শহরে প্রবেশের পথে অবস্থিত।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত দেখা গেছে, ওই ফিলিস্তিনি চেকপয়েন্টের একটি সামরিক পোস্টে লুকিয়ে ছিলেন। সেখানে তিনি ভোর ৬টার দিকে সেনাদের ওপর হামলা চালান। সামরিক চৌকির পাশের কম্পাউন্ডে একটি পর্যবেক্ষণ টাওয়ার এবং বেশ কয়েকটি সামরিক কাঠামো রয়েছে। এ সামরিক চৌকিটি ১১ জন সৈন্য এবং একজন কমান্ডার দ্বারা পরিচালিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে তার হাতে একটি এম-১৬ অ্যাসল্ট রাইফেল এবং দুটি ম্যাগাজিন ছিল। এ ছাড়া তার পরনে একটি ট্যাকটিক্যাল ভেস্ট ছিল।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নতুন পরিসংখ্যানে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে গণ্য করা হয়েছে।
গাজা উপত্যকার সরকারি তথ্য দপ্তরের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে। তবে এখনও অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে বা এমন এলাকায় আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।
গাজার আল শিফা হাসপাতাল থেকে দেওয়া এক বক্তব্যে মারুফ বলেন, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ জন শিশু, যার মধ্যে ২১৪ জন নবজাতক রয়েছে।
মারুফ আরও জানান, ২০ লাখের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। অনেকে ২৫ বারেরও বেশি স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সংঘর্ষে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।
মন্তব্য করুন