কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

গাজা খালির বিরোধিতা করে পাঁচ আরব দেশের চিঠি

পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব গাজাবাসীর হাতেই থাকতে হবে। ছবি : সংগৃহীত
পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব গাজাবাসীর হাতেই থাকতে হবে। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরোধিতা করেছেন পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।

চিঠিটি সোমবার (০৩ ফেব্রুয়ারি) পাঠানো হয়। এতে সই করেছেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর রয়টার্স।

এ ছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখও চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রথমে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস চিঠিটির খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এই কূটনীতিকেরা গত সপ্তাহান্তে মিসরের কায়রোতে এক বৈঠকে মিলিত হয়েছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ট্রাম্প প্রথমবারের মতো গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিসরে স্থানান্তরের পক্ষে মত দেন। এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, এটি স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি সমাধান হবে—তা তিনি নিশ্চিত নন।

এদিকে ফিলিস্তিনিরা বহু বছর ধরে আশঙ্কা করে আসছেন যে, তাদের বাড়িঘর থেকে চিরতরে বিতাড়িত করা হতে পারে। ট্রাম্পের এই প্রস্তাবে সেই আশঙ্কার প্রতিফলন দেখা যাচ্ছে। সমালোচকেরা এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে দেখছেন। জর্ডান, মিসরসহ বেশ কয়েকটি আরব দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো যৌথ চিঠিতে আরব কূটনীতিকেরা স্পষ্টভাবে বলেছেন, গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব গাজাবাসীর হাতেই থাকতে হবে। ফিলিস্তিনিদের তাদের ভূমিতেই বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকা জরুরি হলেও, নেতৃত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর পরপরই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা টানা ১৫ মাস ধরে চলে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করলেও ইসরায়েল সেই অভিযোগ অস্বীকার করেছে।

গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে এই ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই যুদ্ধ বন্ধ রয়েছে।

ট্রাম্পের প্রস্তাব ইতিমধ্যে আরব দেশগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। আরব নেতারা গাজায় স্থায়ী সমাধান এবং ফিলিস্তিনিদের ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করতে চাইছেন। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই বিরোধিতার প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নজরুল ইসলাম মজুমদারের ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বন্দরকে মাফিয়া ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে : শাজাহান চৌধুরী

চিন্ময় দাশকে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেপ্তার

ফুল উৎসবের ‘গালা নাইট’ কনসার্ট, জেমসের অপেক্ষায় চট্টগ্রাম

মূকাভিনয় শিল্পের ভাষায় মানুষের কথাই বলে : মীর লোকমান

ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি : বাণিজ্য উপদেষ্টা 

ফাইনালে বরিশালের নতুন অস্ত্র—জিমি নিশাম!

লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু

১০

আজ বাংলাদেশ-আলজেরিয়ার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

১১

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এলো ১২৫ টন চাল

১২

মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০ মণ জাটকা জব্দ

১৩

মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

১৪

মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপ করল চীন

১৫

বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে : খন্দকার মোশাররফ

১৬

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

১৭

বিপিএল ফাইনালের পরদিনই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প

১৮

মার্কিন ‌উসকানি সহ্য করবে না উত্তর কোরিয়া

১৯

এবার জানা গেল ববি ছাত্রশিবিরের সভাপতির নাম

২০
X