কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বেলারুশে ‘শিক্ষামূলক সংগঠন’ হিসেবে নিবন্ধন পেল ওয়াগনার

ওয়াগনার প্রধান প্রিগোজিন ও তার সেনারা। ছবি : এএফপি
ওয়াগনার প্রধান প্রিগোজিন ও তার সেনারা। ছবি : এএফপি

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ এবার বেলারুশে শিক্ষামূলক সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগে গত ৪ আগস্ট তারা দেশটিতে লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন পেয়েছিল।

বুধবার (১৬ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ওয়াগনারের নিবন্ধন পাওয়ার ফলে সেখানে তাদের সেনাঘাঁটি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রাশিয়ায় বিদ্রোহ করে ওয়াগনার। পরে তা অবসানের জন্য চুক্তির অংশ হিসেবে এ ভাড়াটিয়া সেনাদের বেলারুশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। দলটি সেখানে যাওয়ার পর থেকে মিনস্কের দক্ষিণের একটি ক্যাম্পে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।

সিঙ্গেল স্টেট রেজিস্ট্রি অব কোম্পানিস অ্যান্ড ইনডিভিজুয়াল এন্টারপ্রেনারস অর বেলারুশের তথ্যমতে, শিক্ষামূলক সংগঠন হিসেবে ওয়াগনারকে ওসিপোভিঞ্চি জেলার সেল ভিলেজে নিবন্ধন দেওয়া হয়েছে। এ অঞ্চলেই ওয়াগনারের নতুন সেনাঘাঁটি রয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, গতমাসে একই ঠিকানায় কনকর্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কনসাল্টিং নামের একটি প্রতিষ্ঠান এ ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছিল। এটির শতভাগ মালিকানা রয়েছে রয়েছে রাশিয়ার। প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে রয়েছেন ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

গত মাসে সেলের ওই ক্যাম্পে ওয়াগনারের সেনারা এসেছিল বলে নিশ্চিত হয়েছে বিবিসি। এ সময় সেখানে সেনাদের স্বাগত জানিয়েছিলেন ওয়াগনার প্রধান প্রিগোজিন।

উল্লেখ্য, ক্রেমলিনের সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে গত ২৩ জুন রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাত্রা করে ওয়াগনারের সৈন্যরা। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার প্রধান বিদ্রোহ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। একটি চুক্তিতে পৌঁছানোর আগে মস্কোমুখী তাদের এই অগ্রযাত্রা স্থায়ী ছিল ২৪ ঘণ্টা।

চুক্তি অনুযায়ী, বিদ্রোহ প্রত্যাহারের পর প্রিগোজিনের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ আনা হবে না বলে প্রতিশ্রুতি দেয় মস্কো। চুক্তিতে আরও শর্তারোপ করা হয় যে প্রিগোজিন বেলারুশে নির্বাসনে যাবেন এবং বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এ চুক্তি অনুযায়ী তার কয়েক দিন পর প্রিগোজিন বেলারুশে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনী ইসরায়েলের পতন নিয়ে কী বলা আছে কোরআনে?

আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় বুয়েট

১০০০ গোলের আরও কাছে রোনালদো

এআই কী বিপদে ফেলবে?

চীনে রহস্যময় পিরামিড পাহাড় এলো কোথা থেকে?

দুর্গাপূজা নিরাপদ রাখতে যেসব পরামর্শ দিলেন পুলিশ দপ্তর

বিদ্যুৎ বিভাগের সচিব হলেন ফারজানা মমতাজ

রূপগঞ্জে শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সাকিবের ব্যর্থতায় হেরেছে দল

মন্তব্য পরিবেশ উপদেষ্টার / উন্নত দেশগুলো বড় বড় কথা বলে, টাকা দেয় না

১০

বিবিসির বিশ্লেষণ / সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য

১১

মেসির প্রসঙ্গ টেনে রোনালদোকে নির্লজ্জ বললেন ভক্তরা

১২

শ্বশুরবাড়িতেও ঠাঁই হলো না শহীদ নূর আলমের স্ত্রী খাদিজার

১৩

স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের

১৪

ধর্ম বোন বানিয়ে তারই ছেলেকে অপহরণ

১৫

এবার কলকাতায় দেখা গেল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফকে

১৬

‘ছাত্র-জনতার ওপর গুলি ব্যবহার করেনি র‍্যাব’

১৭

ব্রাজিল কোচের মাথায় হাত!

১৮

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় যানজটে দৈনিক নষ্ট হচ্ছে ৮২ লাখ কর্মঘণ্টা

২০
X