ইসরায়েলের সঙ্গে সীমান্ত থাকা দুই মুসলিম দেশ এবার হাত মিলিয়েছে। এই অঞ্চলে যখন নতুন আরেকটি যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে ঠিক তখনই হাত মেলাল দেশ দুটি।
অবাক করা বিষয় হচ্ছে, একটি দেশ ইসরায়েলের মিত্র, অপর দেশ ইরানের মিত্র হিসেবেই এতদিন ধরে পরিচিত ছিল। কিন্তু তারাই এবার এক জোট হচ্ছে।
জর্ডান কোনো সংঘাতে না থাকলেও বরাবরই ইসরায়েলের সঙ্গে সখ্য বজায় রেখেছে। আর রাজনৈতিক পটপরিবর্তনের পর সিরিয়া ছাড়তে হয়েছে ইরানকে। এবার নতুন সিরিয়ার সঙ্গেই হাত মিলিয়েছে জর্ডান। নিজেদের সীমান্ত এলাকার সুরক্ষা নিশ্চিত করা এবং অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধ, পাশাপাশি ইসলামিক স্টেটের উত্থান রোধে বদ্ধপরিকর দেশ দুটি।
সিরিয়ার সঙ্গে একটি যৌথ নিরাপত্তা কমিটির ব্যাপারে একমত হওয়ার পর জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ কথা বলেছেন। গত মঙ্গলবার আম্মানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হামান আল-শিবানির সঙ্গে এ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শিবানি জানান, সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশটির ঘুরে দাঁড়ানোর পথ সহজ করবে।
এর আগে সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদের পতনে যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দেয়। সিরিয়ায় মানবিক সহায়তার বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে।
মন্তব্য করুন