কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থামছে না বর্বরতা

ইসরায়েলের বিমান হামলায় গত তিন দিনে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের বিমান হামলায় গত তিন দিনে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা গত তিন দিনে আরও বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

রোববার (০৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, একদিনে ৮৮ জন প্রাণ হারিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির আল-ঘৌলা এলাকায় ইসরায়েল একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে ১৭ জনকে হত্যা করেছে। নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি এবং তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

ইসরায়েল দাবি করেছে, গত দুই দিনে তারা গাজায় ১০০টিরও বেশি হামলা চালিয়েছে এবং সেসব হামলার লক্ষ্য ছিল সশস্ত্র যোদ্ধা। তবে বাস্তবে এই দাবি সঠিক নয়, কারণ হামলাগুলোর মধ্যে অনেকেই নিরীহ সাধারণ মানুষ ছিলেন। উদ্ধারকারীরা জানায়, ধ্বংসস্তূপের নিচে বহু শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

গাজায় এই সহিংসতা চলার মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদেদ জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা অনেকটা এগিয়েছে এবং হামাস ও ইসরায়েল কিছু বিষয়ের ওপর একমত হতে পেরেছে। সোমবার (০৬ জানুয়ারি) কাতারের দোহায় ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নেয়া পরবর্তী আলোচনায় অংশ নিতে পারেন।

এদিকে, গাজায় চলমান এই সংকটের মধ্যে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ৮০০ কোটি ডলারের অস্ত্র ইসরায়েলকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অস্ত্রের মধ্যে এমন বোমা রয়েছে, যেগুলো গাজার মানুষকে নির্বিচারে হত্যা করতে ব্যবহৃত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানালেও, বাইডেনের প্রশাসন সেই আবেদন উপেক্ষা করেছে।

হামাসও বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন, হামাস যদি অস্ত্র ছাড়ে এবং আত্মসমর্পণ করে, তাহলে যুদ্ধবিরতি সম্ভব হতে পারে। কিন্তু হামাস এই প্রস্তাব মানছে না এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। ইসরায়েল গাজায় মানবিক সাহায্য কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তারা বলছে, যদি গাজায় বেশি ত্রাণ যায়, তাহলে হামাস তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিতরণ করবে। ফলে গাজার সাধারণ মানুষকে সাহায্য পৌঁছানো আরও কঠিন হয়ে পড়বে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর আরও উত্তেজনা তৈরি হতে পারে, কারণ ট্রাম্পের সরকারের সময় ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন ছিল ব্যাপক। ট্রাম্পের শপথের পর ইসরায়েল আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, যা গাজার মানুষের জন্য আরও খারাপ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলায় ব্যবসায়ীর তিন বছরের কারাদণ্ড

গুড়ে ভেজাল না দেওয়ার শপথ নিলেন শতাধিক গাছি

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

টিউলিপ-জয়সহ শেখ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

‘স্ব স্ব জায়গায় নিজেদের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই আমাদের ভিশন’

‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক’

ইমরান খানের সাবেক স্ত্রী আহত!

প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে

ফেলানী হত্যা দিবসে ঢাবিতে ‘আগ্রাসনবিরোধী আন্দোলন’র আত্মপ্রকাশ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১০

পিএসসিতে নাশকতা ঘটাতে গিয়ে যুবক আটক

১১

৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন : ইউনুছ আহমাদ

১২

মেসির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাংবাদিক সোফি 

১৩

‘ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন’ সুবিধা আনল বাটা

১৪

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে

১৫

ঢাবির আইন বিভাগের ৪ শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি

১৬

বাংলাদেশের সঙ্গে মিডিয়া সহযোগিতা শক্তিশালী করতে চায় পাকিস্তান

১৭

ঢাবিতে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত : বিক্ষোভ ও ভিসিকে স্মারকলিপি

১৮

পালানোর সময় বিমানবন্দরে ধরা পড়লেন শাহীন

১৯

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম, সম্পাদক ইমরান

২০
X