মুসলিম ও ইহুদি উভয় জাতিই ইসলাম ধর্মের নবী ইউসুফ (আ.)-কে সম্মান করেন। তার সমাধি রয়েছে ফিলিস্তিনে। সম্প্রতি অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ওই সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে। তারা ইহুদিদের সুরক্ষা দেয়। সেনাদের সাথে মিশে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা রামাল্লাহর পূর্বদিকের গ্রাম বুরকাতে হামলা চালিয়েছে।
গেল বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর পশ্চিমতীরে বেড়ে যায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচার-নির্যাতন। তারা প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পদে হামলা চালায়। অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ নিহত এবং লক্ষাধিক আহত হয়েছেন।
মন্তব্য করুন