মসনদ হারিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশটিতে আশ্রয়ের পর এবার তার স্ত্রীকে নিয়ে ভয়ংকর দুঃসংবাদ দিয়েছে সংবাদমাধ্যম। জানা গেছে, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসলা লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আসমা বর্তমানে সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে রয়েছেন। তার চিকিৎসা চলছে।
এর আগে ২০১৯ সালে তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ এক বছরের চিকিৎসায় তিনি এ রোগ থেকে মুক্তি পান। তবে তিনি পুনরায় ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আসমার মা-বাবা সিরিয়ার নাগরিক ছিলেন। ১৯৭৫ সালে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। তার ব্রিটেন ও সিরিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন। এরপর ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়েছেন তিনি।
২০০০ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের সঙ্গে আসমার বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। তবে চলতি মাসের শুরুর দিকে বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি।
এর আগে স্ত্রীর কাছে বিচ্ছেদ চেয়েছেন বলে গুঞ্জন ওঠে। সম্প্রতি তুর্কি ও আরব গণমাধ্যমের খবরে বলা হয়, আসাদকে আটকে রেখে তার সম্পদ জব্দ করা হয়েছে। তবে আসমার বিবাহবিচ্ছেদের আবেদন ও রাশিয়ায় আটকে রাখার খবর ভিত্তিহীন বলে জানায় ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এসব প্রতিবেদনের কোনো সত্যতা নেই। আসাদকে আটক ও তার সম্পদ জব্দের খবর সত্য নয়।
মন্তব্য করুন