ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের অনেকে মৃত্যুবরণ করেছেন। এরই মধ্যে জিম্মিদের নিয়ে নতুন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।
সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে আলজাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামাস জানিয়েছে, গাজায় বেশ কয়েকজন জিম্মি জীবিত রয়েছেন। তবে তাদের জীবন শঙ্কায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনার মধ্যে এমন তথ্য দিয়েছে গোষ্ঠীটি।
দেশটির এ কর্মকর্তা জানান, বেশিরভাগ জিম্মি কোথায় রয়েছেন তা ইসরায়েল জানে। তবে জীবিত জিম্মিদের সবার তালিকা হামাস দিয়েছে কিনা তা তিনি জানাতে অস্বীকার করেছেন।
তিনি বলেন, চুক্তির আওতায় ইসরায়েল যুদ্ধ সমাপ্তির দাবি মানবে না। তবে দীর্ঘ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজায় আটকে থাকা শিশু, পাঁচজন নারী সেনা এবং বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেবে। অন্যদিকে ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।
প্রতিবেদনে প্রথম দফায় সামরিক বাহিনীতে কাজ না করা নারী জিম্মিদেরও অন্তর্ভুক্ত করা হবে কিনা তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তাদেরসহ বয়স্ক এবং অসুস্থ জিম্মিদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রথম দফায় ৩৪ জিম্মিকে মুক্তির অনুরোধ করেছে। এসব জিম্মির মধ্যে ১১ জন সেনা রয়েছে। বিশেষ বিবেচনায় তাদের মুক্তির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে হামাস।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যানুসারে, গাজাায় গত এক সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০১ জন জিম্মি রয়েছেন। তবে ডিসেম্বরের শুরুতে হামাস জানায়, তাদের মধ্যে অন্তত ৩৩ জিম্মি নিহত হয়েছেন।
মন্তব্য করুন