কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩২

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জনপদ। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জনপদ। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এ নিয়ে মোট ৪৫ হাজার ১২৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৪৯২ জন শিশু রয়েছেন। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ হাজার ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক লাখ সাত হাজার ৩৩৮ জন।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এ জন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।

জাতিসংঘের হিসাব মতে, গাজায় ভবনধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে।

গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, ‘অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে... দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থেই এ অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলে গাড়িচাপায় বুয়েট ছাত্রের মৃত্যু, শিক্ষার্থীদের ৬ দাবি

নারায়ণগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান পুতিন

নতুন বছরের জন্য প্রস্তুত হতে বললেন মৌনি

ছাত্র আন্দোল‌নে গু‌লি / টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়াল যুক্তরাষ্ট্র

‘বাপার্ড’ পরিচালনা বোর্ডের সদস্য হলেন পবিপ্রবির ভিসি ড. কাজী রফিকুল ইসলাম

উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মেসি ছাড়াও রোনালদোর সাথে খেলতে চেয়েছিলেন এমবাপ্পে

১০

উদ্ধার হওয়া দেহাংশ সাবেক এমপি আনারের, ডরিনের ডিএনএতে মিল

১১

চাঁদাবাজির সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে আটকে রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা

১২

রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টায় মামলা

১৩

শীতের তীব্রতায় বিপাকে ছিন্নমূল মানুষ

১৪

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের ফেসবুক স্ট্যাটাস

১৫

রানআউট বিতর্কের পর দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরা জাকের

১৬

শুভ মুক্তি / ঢাকায় ‘প্রিয় মালতী’, কলকাতায় ‘খাদান’

১৭

আদালত চত্বরে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার সাজু বৈদ্য রিমান্ডে

১৮

অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ১৯ বছরের কনস্টাস

১৯

শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, সমালোচনার ঝড়

২০
X