সিরিয়ার প্রেসিডেন্ট জালিম বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন, এ দাবি করেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জুলানি।
তারা এক বিবৃতিতে জানান, সিরিয়া এখন মুক্ত। বিদ্রোহী জোটের এ নেতার দাবি, দামেস্ক, সিরিয়ার রাজধানী, বিদ্রোহী জোট বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত করে দিয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) তাদের এক বিবৃতিতে বলা হয়, আমরা দামেস্ককে জালিম বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। তবে বাশার আল-আসাদ কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তিনি একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস আরও জানায়, বাশারের শাসনামলে যেসব মানুষ বাস্তুচ্যুত বা কারাবন্দি হয়েছেন, তারা এখন নিজ নিজ ঘরে ফিরতে পারবেন। বিদ্রোহীরা দাবি করেছেন, এটি নতুন সিরিয়ার শুরু, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে।
এছাড়া, বিদ্রোহীরা সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করে সেখানে বন্দিদের মুক্তি দিয়েছেন। তারা কারাগারের ফটক খুলে দিয়েছেন, যা তাদের জন্য একটি বড় বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে।
এদিকে, বিদ্রোহীরা সিরিয়ায় নতুন যুগের সূচনা হিসেবে এ ঘটনার গুরুত্ব তুলে ধরেছেন।
মন্তব্য করুন