মধ্যপ্রাচ্যে অভিযান চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েল। গাজার বেশকিছু এলাকা মানচিত্র থেকে মুছে দিয়েছে। এবার তারা মাইকে আজান দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
রোববার (১ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গভীর মসজিদে মাইকে আজান নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিষয়টি কার্যকর করতে তিনি পুলিশকে নির্দেশনাও দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশনা অনুসারে পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করতে পারবে। এ ছাড়া যেসব মসজিদ মাইকে আজান দেবে তাদের জরিমানা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, নতুন এ নির্দেশনা জারি করে তিনি গর্বিত। এর ফলে মসজিদ থেকে আসা অহেতুক শব্দের অবসান ঘটবে, যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।
ইসরায়েলি মন্ত্রীর এ নির্দেশনার ঘোর বিরোধিতা করেছেন বিরোধী দলের সদস্যা। দেশটির লেবার পার্টির সদস্য এমকে গিলাদ কারিভ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলকে বেন গভীর বিপদে ফেলছেন। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, আগুন না লাগানো পর্যন্ত তিনি থামবেন না।
হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এ নীতির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বেন গভীর আরবদের প্রতি ঘৃণা ও নিপীড়নের ওপর ভিত্তি করে এ নীতি তৈরি করেছেন। নেতানিয়াহু এমন পাইরোম্যানিয়াক মন্ত্রীর তাণ্ডবের জন্য দায়ী।
মন্তব্য করুন