ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ প্রথমবারের মতো ফিলিস্তিনিদের অধ্যুষিত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের দখলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি ইসরায়েলের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে তার বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছেন। তার আশা, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে পূর্ণ সমর্থন প্রদান করবে।
সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় বেজালেল বলেন, ‘ট্রাম্পের জয় ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।’ তার মতে, পশ্চিম তীর পুরোপুরি দখলে নিলে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বিলীন হয়ে যাবে এবং এতে ইসরায়েল দেশটির নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার গত মে মাসে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন।
প্রসঙ্গত, এ প্রস্তাব এমন একটি সময়েই এসেছে, যখন ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ দখল করে রেখেছে এবং সেখানে বসতি স্থাপন অব্যাহত রেখেছে। ’৯০-এর দশকে কিছু শান্তিচুক্তির মাধ্যমে ইসরায়েল বসতি স্থাপন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সেগুলো বাস্তবায়িত হয়নি।
এদিকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পশ্চিম তীরকে নিজেদের স্বাধীন রাষ্ট্রের ভিত্তি হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু ইসরায়েলের এই নতুন পদক্ষেপ তাদের সেই স্বপ্নের উপর আরও একটি বড় আঘাত হতে পারে।
মন্তব্য করুন