কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই মন্ত্রীর রদবদল অনুমোদন করল ইসরায়েলি পার্লামেন্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ অন্যরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ অন্যরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের মন্ত্রিসভায় বড়বদল করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে।

শুক্রবার (০৮ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি নেসেটে অনুমোদন করা হয়েছে। দেশটিতে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইসরায়েল কাটজ এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গিডিয়ন সারকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পার্লামেন্টে ৫৮-০ ভোটে এটি অনুমোদন পেয়েছে। অন্যদিকে এ বিরোধীরা ভোটাভুটির আগে পার্লামেন্ট কক্ষ ত্যাগ করেছেন।

এর আগে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ বরখাস্তের আদেশ দেন তিনি। যুদ্ধের সময় পারস্পরিক বিশ্বাসের অভাবকে এ পদক্ষেপের পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছেন নেতানিয়াহু।

ওই সময় দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। অন্যদিকে গিডিয়ন সার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাটজের স্থলাভিষিক্ত হবেন।

একটি সংক্ষিপ্ত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, রাত ৮টার দিকে এক বৈঠকে গ্যালান্টকে বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন, এই চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টা পর বরখাস্তের আদেশ কার্যকর হবে।

চিঠিটির শেষে নেতানিয়াহু লিখেছেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আপনার পরিষেবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই’।

মঙ্গলবারের ঘোষণাটির মাধ্যমে দুই বছরের কম সময়ে দ্বিতীয়বার নেতানিয়াহু গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেন।

যদিও এক মাসেরও কম সময়ের মধ্যে তাকে পুনর্বহাল করা হয়েছিল এবং গত বছরের ৭ অক্টোবর হামাস যখন দক্ষিণ ইসরায়েলে তার মারাত্মক সন্ত্রাসী হামলা চালায় তখন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নানা বিতর্ক এড়িয়ে গাজা উপত্যকায় পরবর্তী যুদ্ধের সময়ও তিনি পদে বহাল ছিলেন। এরই মধ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এ অভিযানে বহু ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশে ডিম নিক্ষেপ

তাইওয়ানে তাসমিয়ার ব্রোঞ্জ

ড্রেজারে কাটা ডোবায় পড়ে প্রাণ গেল দুই বোনের

আসিফ নজরুলকে হেনেস্তাকারীদের পাসপোর্ট বাতিল করতে হবে : শাকিল উজ্জামান

আসিফ নজরুলকে নিয়ে ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস

বেসবলে বাংলাদেশের বড় জয়

যুব এশিয়া কাপ / শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

হাসিনার নির্যাতন-লুটতরাজের কারণে আ.লীগের পতন হয়েছে : মাসুদ সাঈদী

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর গুরুতর অসুস্থ

নারীদের মাপ নেবে না পুরুষ দর্জি, নারীদের সুরক্ষায় নতুন প্রস্তাব

১০

যশোরে টেন্ডারবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১১

নিপসমকে পাবলিক হেলথ ইউনিভার্সিটি করার দাবি

১২

লাভের প্রলোভন দেখিয়ে ধরা ‘আমিরাতের প্রিন্স’, অতঃপর...

১৩

এমএলএসে নতুন রেকর্ডের সামনে মেসি

১৪

‘অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রসংস্কার ও নির্বাচন নিয়ে একইসঙ্গে ভাবতে হবে’

১৫

ট্রাম্পের জয়ে ইলন মাস্কের রেকর্ড আয়

১৬

হাজারীবাগে নির্মাণাধীন ভাগাড় অন্যত্র স্থানান্তরের দাবি

১৭

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, জামায়াতের নিন্দা

১৮

সেন্টমার্টিন নিয়ে পরিবেশ উপদেষ্টার বক্তব্য অবৈজ্ঞানিক : স্টুডেন্টস ফর সভারেন্টি

১৯

পোস্টার ছেঁড়া নিয়ে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক 

২০
X