ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অসুস্থ। তার শারিরীক অবস্থা খুব একটা ভালো নেই। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
৮৫ বছর বয়স পার করছেন খামেনি। এ বয়সে মানুষের বার্ধ্যক্যজনিত জটিলতায় ভোগা স্বাভাবিক। খামেনিও তা থেকে বাদ যাননি। তবে তার এবারের অসুস্থতা গুরুতর বলেই গুঞ্জন ছড়াচ্ছে।
খামেনি ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপ্লবের পর প্রথম পদবীধারী রুহুল্লাহ খোমেনির মৃত্যুতে তিনি স্থলাভিষিক্ত হন। এরপর থেকে শক্ত হাতে দেশটি শাসন করে আসছেন তিনি। তার অসুস্থতার খবরে সর্বোচ্চ পদের সম্ভাব্য উত্তরসূরির নামও আলোচিত হচ্ছে। অনেকে তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকেই এগিয়ে রাখছেন।
এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোপন ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ কারণে তার সর্বশেষ শারিরীক অবস্থা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।
মন্তব্য করুন