কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:২৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতিতে মিসরের নতুন প্রস্তাব

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জনপদের পাশে এক ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জনপদের পাশে এক ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিনিয়ত ডজন ডজন মানুষ প্রাণ হারাচ্ছেন। এরপরও বিভিন্ন এলাকায় গণগ্রেপ্তার ও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার এ যুদ্ধ বন্ধে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচের দেশ মিসর।

রোববার (২৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রদিবেদনে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন। এ সময়ে ইসরায়েলের চার জিম্মিকে হস্তান্তর করা হবে। বিনিময়ে বেশকিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তিবুনির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অস্থায়ী এ যুদ্ধবিরতি বাস্তবায়নের ১০ দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় পুনরায় আলোচনা শুরু করা উচিত।

সিসি এমন সময় এ প্রস্তাব করেছেন যখন কাতারে আলোচনার জন্য ইসরায়েল ও মিসরীয় প্রতিনিধিরা পুনরায় বৈঠক করতে চলেছেন।

এদিকে আলজাজিরা জানিয়েছে, রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে উত্তর গাজায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এলাকাটিতে ইসরায়েলি সেনারা অভিযান জোরদার ও গণগ্রেপ্তার চালাচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে আরও দুজন সংবাদিক রয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে মোট ১৮২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রায় ১৬ হাজার ৭৬৫ জন শিশু রয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজারের বেশি মানুষ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় এক লাখ ৮৩৩ জন আহত হয়েছেন। এ ছাড়া অধিকৃত পশ্চিত তীরে আরও ছয় হাজার ২৫০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এ জন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে

গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, ‘অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে... দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে গড়িমসিভাব জনগণ ভালোভাবে নিচ্ছে না : নাজমুল হাসান

প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থতা, বাইডেনের দুর্বলতার খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র

হজের প্যাকেজ ঘোষণা, খরচ কমলো কত?

শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেপ্তার

দীপাবলিতে আসছেন আয়ুষ্মান-রাশমিকা

চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ধাওয়া

মেহেরপুরে জেলা আ.লীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২

নোয়াখালীতে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

ভারত থেকে আরও ২ লাখ ৩২ হাজার ডিম আমদানি

১০

আশুলিয়ায় গরু ডাকাতি, গ্রেপ্তার ৬

১১

৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবেন শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ

১২

অন্তর্বর্তী সরকারের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা নেই, বিশ্বাস মির্জা ফখরুলের

১৩

জাতীয় দল থেকে বাদ পড়লেন জামাল ভুঁইয়া

১৪

‘আমার বাচ্চা ভালো লাগে তাই চুরি করেছি’

১৫

পদত্যাগের দাবিতে রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

১৬

কুমিল্লায় সড়ক ভেঙে পুকুরে, চলাচলে দুর্ভোগ

১৭

বাংলাদেশে শেখ হাসিনা-আ.লীগের কোনো জায়গা হবে না : ড. ইউনূস

১৮

ঢাকা নগরের বয়স নিয়ে জানা গেল নতুন তথ্য

১৯

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০
X