কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আগেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল

আয়াতুল্লাহ আলি খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি :  সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

টানা এক মাস ধরে ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। শুক্রবার দেশটির রাজধানী তেহরানে হামলাও চালিয়েছে তেলআবিব। তবে ওই হামলায় উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি উপসাগরীয় দেশটির। কারণ, প্রতিটি ইসরায়েলি হামলা আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরান। এরপরই বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য।

জানা গেল, আগেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল। এ কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল আয়াতুল্লাহ আলি খামেনির বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনটি সূত্রের বরাতে অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে হামলার বিষয়ে অবগত করেছিল নেতানিয়াহু প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখে তেহরান। ফলে, ইসরায়েলি হামলাগুলোকে আকাশেই ঠেকিয়ে দিতে সক্ষম হয় খামেনির দেশ।

টাইমস অব ইসরায়েল জানায়, সূত্রমতে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইসরায়েল জানায় যে তারা ইরানে হামলা করতে যাচ্ছে। যেটি হবে, খুবই স্বল্প পরিসরে। তবে, ওই হামলার যেন পাল্টা জবাব দেওয়া না হয়, সে জন্য তেহরানকে সতর্কও করে তেলআবিব।

এদিকে, ইরানে হামলার পর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হামলার আশঙ্কার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতেই এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, মোসাদ প্রধান এবং শিন বেতের প্রধানের সঙ্গে কিরিয়া বিমানবাহিনী ঘাঁটিতে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করেছেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাজ শহরেও। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

লেবানন থেকে পাঁচ দফায় দেশে ফিরলেন ২১৬ বাংলাদেশি

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টার বিবৃতি

এই ভূখণ্ডে ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম জাবি : শিবির সেক্রেটারি

২,৪৭,৯০৬ টাকা বেতনে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি

বিসিবির বোর্ড মিটিংয়ে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ৮

জেনে নিন কাঁচামরিচ খাওয়ার আশ্চর্য সুফল

রাষ্ট্রপতিকে অপসারণে সায় নেই আমেরিকা-সেনাসদরের

১০

এবার খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ১০ মামলা বাতিল

১১

তাইজুলের ৫ উইকেটের পরও চট্টগ্রামে প্রোটিয়া দাপট

১২

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

১৩

জামালপুরে অস্ত্র মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

সায়েন্স ল্যাব মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

১৫

জয়পুরহাটের সবজির বাজারে ফিরেছে স্বস্তি

১৬

শতাধিক মামলায় গ্রেপ্তার ৩৪ / সাবেক চার মন্ত্রীসহ ৮ জন রিমান্ডে 

১৭

‘বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সম্পূর্ণ সমর্থন দেবে’

১৮

‘লেবাননের যোদ্ধাদের নতুন প্রধান বেশি দিন টিকবেন না’

১৯

প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন আজ

২০
X