কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুদ্ধজাহাজ নিয়ে ওমান সাগরে সৌদি-ইরান

ওমান সাগরে যৌথ মহড়ায় সৌদি আরব ও ইরান। ছবি : সংগৃহীত
ওমান সাগরে যৌথ মহড়ায় সৌদি আরব ও ইরান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চলমান আগ্রাসন ও উত্তেজনার প্রেক্ষাপটে ওমান সাগরে যৌথ মহড়া চালিয়েছে সৌদি আরব ও ইরান। দীর্ঘদিনের শত্রুতা ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর, এ দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে নতুন ঐক্য গড়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যে একটি ঐতিহাসিক পরিবর্তনের দিকে ধাবিত করছে।

বুধবার (২৩ অক্টোবর) এএফপির বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, সৌদি আরব ও ইরান সম্প্রতি ওমান সাগরে সফল একটি যৌথ নৌ-মহড়ায় অংশ নিয়েছে।

মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতিতে এ মহড়া দুই দেশের সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরব ও ইরানের এ ঐক্য ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।

সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি মহড়া বিষয়ে বলেন, রাজকীয় সৌদি নৌবাহিনী সম্প্রতি ওমান সাগরে ইরান ও অন্যান্য দেশের সঙ্গে একটি যৌথ নৌ-মহড়া শেষ করেছে।

মহড়াটি শুরু হয় যখন ইরানের সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, দুই দেশ লোহিত সাগরে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে। তখন ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, সৌদি আরব আমাদের লোহিত সাগরে যৌথ মহড়ার আয়োজন করতে বলেছে।

উল্লেখ্য, সৌদি আরব ও ইরান দীর্ঘদিন ধরেই শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে। ২০১৬ সালে সৌদি আরবের হাতে একজন শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ডের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যায়। তবে গত বছর গাজার গণহত্যার প্রেক্ষাপটে চীনের মধ্যস্থতায় তারা আবার সম্পর্ক পুনঃস্থাপন করে।

এদিকে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বৃদ্ধি পেলে সৌদি আরব ও ইরানের এ নতুন সম্পর্ক আরও জোরালো হতে পারে। চলতি মাসের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রিয়াদ সফর করেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণে নতুন দিকনির্দেশনা আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব ও ইরানের ঐক্য একটি নতুন অধ্যায়ের সূচনা করছে, যা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।

মধ্যপ্রাচ্যের এ দুই প্রধান শক্তির মধ্যে গড়ে ওঠা এ নতুন ঐক্য সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা

দু’দিনের ব্যবধানেই বাড়ল সোনার দাম

শাবিতে ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দু’দিনব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে চিন্তাধারায় বৈচিত্র্য আনতে হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা

থানা হবে নগরবাসীর সার্ভিস সেন্টার : নবনিযুক্ত ডিএমপি কমিশনার

‘খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল’

কুয়াকাটায় ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ শিক্ষার্থীদের

বাংলাদেশ-ভারত বৈঠক ডিসেম্বরে, হতে পারে হাসিনার প্রত্যর্পণের আলোচনা

এবার পাবিপ্রবিতে চোর সন্দেহে আটক যুবক

১০

পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর

১১

সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, তা করা হবে : সিইসি

১২

পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা

১৩

ব্রেক ফেল হওয়ায় প্ল্যাটফর্মের ২ কিমি দূরে থামলো ট্রেন

১৪

যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

১৫

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে রাষ্ট্রদূত আনসারীর ফেসবুক পোস্ট

১৬

গতির পার্থে লড়াইয়ের জোশ

১৭

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জাসদ ছাত্রলীগ নেতাকে বেধড়ক মারধর

১৮

টেনিসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

১৯

ঋণ আদায়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

২০
X