ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার বর্ষপূর্তিতে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লড়াইয়ের একটি ভয়ংকর ভিডিও প্রকাশ করেছে তেল আবিব।
ড্রোন ফুটেজে দেখা যায়, কিববুতজ রেইমে হামলার পর ইসরায়েলি সেনা ও বেসামরিক ব্যক্তিরা বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে।
কিববুতজ রেইমের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর দুজন কমান্ডারসহ বেশ কয়েকজন সেনা নিহত হয়। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, কিববুতজ রেইমের বীরত্বপূর্ণ যুদ্ধে কয়েক ডজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়। এতে প্রাণ হারান মাল্টিডাইমেনশনাল ইউনিটের কমান্ডার কর্নেল রোই ইউসেফ লেভি ও একটি ট্রেনিং কোম্পানি কামান্ডার ক্যাপ্টেন ইয়োতাম বেন বাসেত।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন ত্রিমুখী ওই হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয়। স্বাধীনতাকামী যোদ্ধারা দুই শতাধিক ব্যক্তি জিম্মি করে। এরপর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
মন্তব্য করুন