ইরান ও লেবানন নিয়ে যখন ব্যতিব্যস্ত পশ্চিমারা, তখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুতিদের উপশাখা আনসারুল্লাহ। যেখানে দাবি করা হয়- তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোরডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে, সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন ও ধুঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনেও ট্যাঙ্কারে ড্রোন আছড়ে পড়ার ভিডিওটি শেয়ার করা হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও। জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার-ফ্ল্যাগযুক্ত ছিল।
হুতিদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাংক মারাত্মকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তবে, ক্রুরা অক্ষত রয়েছেন। সবশেষ খবরে বলা হয়েছে, এটি আশপাশের নিরাপদ কোনো বন্দরে নোঙর করাতে নিয়ে যাওয়া হচ্ছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি বন্দরে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গেল বছরের ডিসেম্বরে হুতিদের হামলা প্রতিহত করতে ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানস’ নামের একটি বহুজাতিক জোট গঠন করে আমেরিকা। কিন্তু তাতেও গোষ্ঠীটির হামলা থামানো যায়নি।
হুতিরা বলছে, ইসরায়েল গাজা ও লেবাননে হামলা বন্ধ না করলে তারাও হামলা চালিয়ে যাবে। এই হামলার লক্ষ্যবস্তু হবে- ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পশ্চিমা মিত্রদের জাহাজ ও ট্যাঙ্কার।
হুতিদের এমন হামলায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ফলে, বিশাল বাণিজিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি।
মন্তব্য করুন