বৈরুত বিমানবন্দরের কাছেই হামলার দাবি করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, ইসরায়েল বিমানবন্দরের পরিধির বাইরে খুব কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে- প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৈরুত বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ধারাবাহিকভাবে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় সেখানে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। এরপর কাছাকাছি এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে।
লেবাননের যোগাযোগ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের বাইরের এলাকায় ইসরায়েল অন্তত একটি হামলা চালিয়েছে।
حزام ناري يفرضه الطيران الحربي الإسرائيلي على الضاحية الجنوبية لبيروت بسبب الهجمات الجوية المستمرة وسط تصاعد التوتر pic.twitter.com/HMX7YVzLO5
— Lebanon Debate (@lebanondebate) October 3, 2024লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হিজবুল্লাজর ওপর ইসরায়েলি শত্রুরা হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় তাদের তাদের হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় মোট নিহতে সংখ্যা বেড়ে এক হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ১২৭ শিশু রয়েছেন। এ ছাড়া এ হামলায় আহতদের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে।
এদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, মাঠপর্যায় ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এ দিন নিহত ইসরায়েলি কমকর্তা ও সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর বোমা হামলা করা হয়েছে।
এর আগে বুধবারের ঘটনা উল্লেখ করে আলজাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবার পিছু হঠেছে তারা। এ ছাড়া সেনা থেকে শুরু করে ট্যাংকও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ।
মন্তব্য করুন