ইসরায়েলি বাহিনীর সঙ্গে কয়েক দফায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। কেবল সেনাদের ওপর হামলা নয়, ইসরায়েলি বাহিনীর তিনটি ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ।
বুধবার (০২ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে। ট্যাংকগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। বুধবার এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইরান-সমর্থিত এ গোষ্ঠীটি জানিয়েছে, তারা রকেটসহ তিনটি মারাকোভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাংক মারুন আল-রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এলাকাটিতে সকাল থেকেই ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয়ে আসছে।
এর আগেলেবানেনের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে এক দিনে আট সেনা হারিয়েছে ইসরায়েল। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে অন্তত আট সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ক্যাপ্টেন ও সার্জেন্ট পদমর্যাদার সেনারাও রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে দুজন ক্যাপ্টেন, তিনজন প্রথম শ্রেণির সার্জেন্ট এবং দুজন স্টাফ সার্জেন্ট রয়েছেন। তাদের মধ্যে চারজন কমান্ডো ও একজন ইঞ্জিনিয়ার ইউনিটের সেনা রয়েছেন।
এর আগে আলজাজিরা জানায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সেনাদের হামলায় ইসরায়েলের অন্তত দুই সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
ইসরায়েলি সংবাদমাধ্যমে বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইশেহ শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে দুই সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ।
আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ, যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে।
মন্তব্য করুন