কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে হুতিদের হামলা।
ইসরায়েলে হুতিদের হামলা। প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি অবস্থানে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী। লেবাননে বিমান হামলার পর মঙ্গলবার থেকে স্থল অভিযান শুরু করেছে দেশটি। কেবল লেবানন নয়, মধ্যপ্রাচ্যে গাজাসহ ইয়েমেনেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালিয়েছে এসব দেশও।

বুধবার (০২ অক্টোবর) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে সফলভাবে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে নিশানায় আঘাত হেনেছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, মঙ্গলবার (০১ অক্টোবর) ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে হুতি। তারা জানিয়েছে, গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করা এবং গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলি শত্রু বা তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান প্রসারিত করতে দ্বিধা করব না।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দুই দেশের সেনাদের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের অন্তত দুই সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইশেহ শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে দুই সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ, যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে।

এর আগে আলজারিরা জানায়, লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার ভোরে ওদাইসেহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ / ব্যক্তিগত নয় দলীয় অর্জনে চোখ জ্যোতির

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মাসুদুল হাসান

নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন কারাগারে

চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি মুক্তির বিরুদ্ধে মামলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আড়াইশ জনের নামে মামলা

জবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মহালয়া অনুষ্ঠিত

জিএম কাদেরসহ জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আদালত থেকে পালাল রোহিঙ্গা আসামি

আসন্ন দুর্গাপূজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নানা নির্দেশনা 

১০

বিমানঘাঁটিতে ইরানের হামলা, ক্ষয়ক্ষতি জানাল ইসরায়েল

১১

মহেশপুরের ডা. সাইফুল কলেজের সভাপতি হলেন হারুন অর রশিদ

১২

ঢাবি শিবির নেতাদের একাডেমিক ফলাফলে চমক

১৩

গোবিন্দের বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ

১৪

‘যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’

১৫

সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন ৫০ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৬

ডেমরায় ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

১৭

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়ল ৯০ দিন

১৮

বিশ্বকাপে প্রথমবারের মতো ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’

১৯

জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

২০
X