ইসরায়েলের আগ্রাসন থামাতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ইসরায়েল কাঁপার ঠিক আগে এরদোয়ান তেল আববিবের বিরুদ্ধে এমন কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান আবহে এরদোয়ানের এমন বার্তা নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা বিশ্লেষকদের।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু তারপরও ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। এমনকি এবারই প্রথম অত্যাধুনিক ফাত্তাহ টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি। এরদোয়ানের বক্তব্যের কারণে এ হামলায় তুরস্কের সমর্থন থাকা নিয়ে গুঞ্জন উঠেছে।
বক্তব্যে মুসলিম অবিসংবাদিত নেতা এরদোয়ান গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আরও অংশগ্রহণ চেয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, এসব দেশে ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ব্যর্থ হলে সাধারণ পরিষদে এগিয়ে আসারও আহ্বান জানান এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো আরও সক্রিয় অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় কষ্ট পেয়েছেন তিনি। তাই একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে তেল আবিবের ওপর অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এরদোয়ান।
মন্তব্য করুন