লেবাননে এবার সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। কয়েক দিন ধরে বোমাবর্ষণের পর প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহসহ শীর্ষ কয়েকজন কমান্ডারকে হত্যা করে দেশটি। এরপরই দক্ষিণাঞ্চলীয় লেবাননে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের ভাষায়, ওইসব স্থাপনা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটির জন্য তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে গাড়ি নিয়ে না যেতে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয় ইসরায়েল। স্থানীয় সময় সোমবার গভীর রাতেই লেবাননের ভেতর প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এবার ওই স্থল অভিযানের নাটকীয় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনাবাহিনীর ৯৮তম ডিভিশনের সেনারা লেবাননে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। এ সময় মাটিতে তাদের হেলমেট ও যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে ওই সেনাদের সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
বিশ্ব সম্প্রদায়ের তীব্র বিরোধিতার মুখেই লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। সে হামলাকে বৈধতা দিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, এই যুদ্ধ লেবাননের জনগণ নয় বরং প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে।
মন্তব্য করুন