কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই হট্টগোল, ওয়াকআউট

নেতানিয়াহুর ভাষণের সময় অনেক ডেলিগেট ওয়াকআউট করেন। ছবি : রয়টার্স
নেতানিয়াহুর ভাষণের সময় অনেক ডেলিগেট ওয়াকআউট করেন। ছবি : রয়টার্স

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। শুক্রবার (সেপ্টেম্বর ২৭) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি ভাষণ দেন। নেতানিয়াহু যখন মঞ্চে উঠছিলেন তখন দর্শকদের মধ্যে হট্টগোল শুরু হয়।

অনেক দেশের প্রতিনিধি, ডেলিগেট, কূটনীতিক তখন নেতানিয়াহুকে ধিক্কার জানাতে দর্শক সারি থেকে চিৎকার করতে করতে উঠে পড়েন। একই সময় ইসরায়েলের সমর্থকরা উল্লাস ধ্বনি দিতে থাকেন। দুপক্ষের হট্টগোলে অধিবেশন নির্বিঘ্ন করতে হস্তক্ষেপ করেন সভাপতি। তিনি চিৎকার করতে বারণ করে বলেন, ‘অর্ডার, অর্ডার’।

এ সময় নিরাপত্তাকর্মীদের দর্শক সারিতে প্রবেশ করতে দেখা যায়। তারা ক্ষুব্ধ কূটনীতিক ও শ্রোতাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। অনেকে ওয়াকআউট করে বেরিয়ে যান। কিছুক্ষণ পর হট্টগোল থামলে নেতানিয়াহু ভাষণ শুরু করেন। তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন দর্শকসারি প্রায় খালি। তবে তার ভাষণকালে ইসরায়েল সমর্থকরা ক্ষণে ক্ষণে হর্ষধ্বনি ও হাততালি দিচ্ছিলেন।

নেতানিয়াহু ভাষণ দানকালে উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, তিনি মূলত এই বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে না আসার ইচ্ছা করেছিলেন। তবে অন্য বিশ্বনেতাদের দ্বারা তার দেশের বিরুদ্ধে মিথ্যা ও অপবাদ শোনার পর তিনি সিদ্ধান্ত বদলে এসেছেন। তার আসার উদ্দেশ্য সত্য বলা বলেও তিনি মন্তব্য করেন।

ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাসের আহ্বানের বিরোধিতা করে গাজা ও লেবাননে হামলার স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, আমরা বর্বর শত্রুদের মুখোমুখি হচ্ছি। যারা আমাদের ধ্বংসের চেষ্টা করছে। আমাদের অবশ্যই এই বর্বর খুনিদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে। তারা কেবল আমাদের ধ্বংস করতে চায় তা নয় বরং আমাদের সাধারণ সভ্যতাকেও ধ্বংস করতে চায়। আমাদের সবাইকে অত্যাচার ও সন্ত্রাসের অন্ধকার যুগে ফিরিয়ে দিতে চায়। ভবিষ্যৎ নিরাপদ করতে আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমাদের জিততেই হবে।

তিনি আরও বলেন, এ হামলা ইসরায়েলের অস্তিত্বের জন্য প্রয়োজন। সন্ত্রাসের বিরুদ্ধে তার দেশ যুদ্ধ করছে। গত বছরের ৭ অক্টোবর সামাজিক অনুষ্ঠানে বর্বরোচিত হামলা হয়েছে। নেতানিয়াহু সেই হামলার নারকীয় পরিস্থিতি বর্ণনা করেন। বলেন, ইসরায়েল শান্তি চায়। ইসরায়েল শান্তি কামনা করে। ইসরায়েল শান্তি স্থাপন করেছে এবং আবারও শান্তি স্থাপন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা মাহবুব তিন দিনের রিমান্ডে

‘বাবা চকলেট নিয়ে আসত, এখন আসে না কেন?’ কাতর প্রশ্ন শিশু শাম্মির

সব ছাত্র সংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি

৩৬ ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাখোঁ-বাইডেন

অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, পুলিশ নিহত

নিম্নচাপে সাগর উত্তাল, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি

২৬ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কমল সোনার দাম, বর্তমান মূল্য কত?

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

জামায়াত নেতাকে নির্যাতন, ১২ পুলিশের বিরুদ্ধে মামলা

১২

এবারও বিশ্বসেরা পর্যটনের দেশ মালদ্বীপ 

১৩

‘আ.লীগ যাতে বিএনপির কোথাও অনুপ্রবেশ করতে না পারে’

১৪

বিদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতায় সহযোগিতার আশ্বাস হাবিপ্রবি প্রশাসনের

১৫

বর্ণিল আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৬

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে কুড়িগ্রামে মিছিল

১৭

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মীর মৃত্যু

১৮

ময়মনসিংহে ছয় নারী ফুটবলারকে জমকালো সংবর্ধনা 

১৯

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

২০
X