কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা

হিজবুল্লাহর রকেট হামলায় লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েলি ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
হিজবুল্লাহর রকেট হামলায় লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েলি ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে। তারা বলেছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে। বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয়। সে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়। কিন্তু সংবাদমাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি।

ইরাকে ঘাঁটি গাড়া ইসলামিক রেজিস্ট্যান্স ইরান-সমর্থিত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী। গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে তারা। সে সঙ্গে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীকে লক্ষ্য করেও মাঝে মধ্যে হামলার খবর আসে।

প্রসঙ্গত, লেবাননের দক্ষিণাঞ্চলের সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে, সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগও পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানের গোলা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়। যুদ্ধক্ষেত্রে সহিংসতার সম্মুখীন হওয়া এড়াতে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে, এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে।

এই নির্দেশের পর দশ হাজারের বেশি মানুষ সীমান্তবর্তী এলাকা ছেড়েছেন। নিজেদের বাড়ি ছাড়ার আগে তারা কেবল কয়েক মুহূর্ত সময় পেয়েছেন। আলজাজিরার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আমরা দক্ষিণ লেবাননে ছিলাম। আমরা দেখেছি, বাসিন্দারা হাতের কাছে যা পেয়েছেন তা নিয়েই রওনা দিয়েছেন। কেউ কেউ দক্ষিণের শহর সিডনে চলে গেছেন। যা বৈরুত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে। অন্যরা বৈরুতে গেছেন। কেউ আরও উত্তরে পালানোর চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশের পর খাস জমি উদ্ধার

সঙ্গী ও স্বজনদের হাতেই প্রতিদিন ১৪০ নারী খুন : জাতিসংঘ

চলচ্চিত্র নাটক ওয়েবসিরিজে ধূমপান ও মাদক সেবনের প্ররোচনা বন্ধের আহ্বান 

চট্টগ্রামের ঘটনায় ছাত্রশিবির সভাপতির স্ট্যাটাস

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জামায়াতের বিবৃতি

দেশবাসীর প্রতি হাসনাতের জরুরি বার্তা

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত সুদানকে আশার আলো দেখাচ্ছে ফুটবল

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল বিআরটিএ

১০

চট্টগ্রামে পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত

১১

‘কোনো প্রকার উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান’ 

১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি ঘোষণা

১৩

চিন্ময় দাসের জামিন শুনানি বুধবার

১৪

‘বাবা চকলেট নিয়ে আসতো, এখন আসে না কেন?’

১৫

গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস দমনের আহ্বান সম্পাদক পরিষদের

১৬

সাতক্ষীরায় সনাতনী জাগরণ মঞ্চের মানববন্ধনে হামলা

১৭

কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

১৮

পাকিস্তানের উত্তাল রাজনীতিতে আরও দুই নারীর অভিষেক

১৯

শাহবাগ ও আশপাশের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

২০
X