কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে বিরতিহীন বিমান হামলা, পালানোর সুযোগও ফিকে

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে লেবাননের সিডনে বাস্তুচ্যুতদের গাড়ির জট। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে লেবাননের সিডনে বাস্তুচ্যুতদের গাড়ির জট। ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলের সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে, সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগও পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানের গোলা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে।

আলজাজিরার মঙ্গলবারের (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চলছে। ইসরায়েলি বাহিনীর বোমা থেকে কোনো স্থাপনাই এখন নিরাপদ নয়। সোমবার থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। হাজারো মানুষ আহত হয়ে কাতরাচ্ছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়। যুদ্ধক্ষেত্রে সহিংসতার সম্মুখীন হওয়া এড়াতে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে, এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে।

এই নির্দেশের পর দশ হাজারের বেশি মানুষ সীমান্তবর্তী এলাকা ছেড়েছেন। নিজেদের বাড়ি ছাড়ার আগে তারা কেবল কয়েক মুহূর্ত সময় পেয়েছেন। আলজাজিরার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আমরা দক্ষিণ লেবাননে ছিলাম। আমরা দেখেছি, বাসিন্দারা হাতের কাছে যা পেয়েছেন তা নিয়েই রওনা দিয়েছেন। কেউ কেউ দক্ষিণের শহর সিডনে চলে গেছেন। যা বৈরুত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে। অন্যরা বৈরুতে গেছেন। কেউ আরও উত্তরে পালানোর চেষ্টা করছেন।

মানুষের চোখে-মুখে ভয়। তাদের কেউ পুরো পরিবার নিয়ে হেঁটেই বৈরুতের দিকে ছুটছেন। কেউ জানেন না পরবর্তীতে কী হবে; তারা ঠিক কোথায় যাচ্ছেন বা কী খাবেন। কয়েকটি পরিবার আলজাজিরাকে বলেছে, ‘আমাদের চারপাশে বোমাবর্ষণ হচ্ছিল। ওই সময় পালানোর জন্য ঘর থেকে বের হতে হয়েছিল। কিন্তু যেখানেই যাচ্ছিলেন সেখানেই অবিরাম বিমান হামলা হয়েছে। আপনি জানেন না কোন রাস্তাটি নিরাপদ, এমনকি দক্ষিণ লেবাননের সাথে বৈরুতের সংযোগকারী প্রধান মহাসড়কেও বিমান হামলা দেখে এসেছি।’

সম্প্রতি লেবাননজুড়ে ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হন। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করে জাতিসংঘ।

জাতিসংঘের লেবাননে নিযুক্ত বিশেষ কর্মকর্তা জিনাইন হেনিস-প্লাসচার্ট এ সতর্কবার্তা দেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এটিকে আর সামনে বাড়তে দেওয়া যায় না। কেননা উভয়পক্ষকে নিরাপদ করে তোলার মতো কোনো সামরিক সমাধান নেই। কিন্তু এর মধ্যেই লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার দিয়ে উইন্ডিজ সফর শুরু বাংলাদেশের

আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের

চট্টগ্রাম বন্দরে ফের আসছে পাকিস্তানি জাহাজ

গুলশান থেকে অপহরণের আট ঘণ্টা পর বনানীতে ব্যবসায়ী উদ্ধার

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে চায় : মির্জা ফখরুল

মীনা কুমারি হয়ে ওঠা হচ্ছে না কৃতির 

‘৫ আগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়’

মৃত্যুবার্ষিকীতে ‘অমর ম্যারাডোনাকে’ শ্রদ্ধা জানালেন মেসি

চার বিভাগে নতুন কমিশনার

কোনো চক্রান্তের ফাঁদে পা না দেওয়ার আহ্বান আহমাদুল্লাহর

১০

টেকনাফে অপহৃত সেই ২ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩

১১

উদ্ভূত পরিস্থিতে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস

১২

কারাগারে অসুস্থ সেই আ.লীগ নেতার মৃত্যু

১৩

কেইনের কাঠগড়ায় মেসি-রোনালদো!

১৪

বিএনপি ক্ষতিগ্রস্ত হলে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

১৫

সবাই চলে গেলেও ডি-চক ছাড়ব না, শপথ বুশরার

১৬

সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

১৭

দুদকের মামলায় খালাস পেলেন জয়নুল আবদিন ফারুক

১৮

বিয়ের ঘোষণা দিয়েই হাসপাতালে, কী হয়েছে এই মডেলের? (ভিডিও)   

১৯

জাহাজ ক্রয় প্রকল্পের ঋণ পরিশোধের চেক হস্তান্তর

২০
X