লেবাননে যোগাযোগের ডিভাইস বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে ইরান। এরপরই ইরানের অভিজাত ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি তাদের সব সদস্যের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বাহিনীর কোনো সদস্য এখন থেকে যোগাযোগের আর কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না।
জানা গেছে, সব ধরনের ডিভাইস পরীক্ষার জন্য বড়সড় অভিযান শুরু করেছে আইআরজিসি। লেবাবনে কয়েক হাজার ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে হতাহতের ঘটনার পর বাহিনীটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
আইআরজিসির সদস্যদের ব্যবহার করা অধিকাংশ ডিভাইস ইরানের নিজস্ব তৈরি। বাকি ডিভাইস চীন ও রাশিয়া থেকে আমদানি করা হয়েছে। তবে লেবাননের ঘটনার পর, ইরানি কর্মকর্তাদের ভেতর ইসরায়েলি গুপ্তচরদের অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
লেবাননের বিভিন্ন এলাকায় মঙ্গল ও বুধবার একযোগে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণ ঘটে। পরপর দুই দিনের এসব হামলায় ৩৯ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হন। লেবানন বলছে, এসব হামলায় হাত রয়েছে ইসরায়েলের। তবে ইসরায়েল এসব হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
মন্তব্য করুন