কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বুঝে ওঠার আগেই বিস্ফোরিত হয় পেজার, মোটিভ এখনো রহস্যাবৃত

বিস্ফোরিত পেজারের টুকরা দেখাচ্ছেন এক লেবাননি। ছবি : সংগৃহীত
বিস্ফোরিত পেজারের টুকরা দেখাচ্ছেন এক লেবাননি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে লেবাননের সর্বাত্মক যুদ্ধ বেধে যাওয়া সময়ের ব্যাপার ছিল মাত্র। অথচ তার আগেই লেবাননের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে ইসরায়েল। ভয়াবহ এক সাইবার হামলায় টালমাটাল লেবানন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে চালানো এই হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। অভাবনীয় এই হামলা কীভাবে চালানো হয়েছে, তা নিয়ে এখনো খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। তবে পুরো চিত্র পেতে আরও কিছু দিন সময় লেগে যেতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবাননজুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। দেশটির প্রতিরোধ যোদ্ধারা বুঝেই উঠতে পারেননি ঠিক কী হয়েছে। হামলার পর পরই আরবি ভাষার কিছু সংবাদমাধ্যম এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে। ইসরায়েল দায় স্বীকার না করলেও দেশটির সংবাদমাধ্যম পেজার বিস্ফোরণ নিয়ে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, কয়েক মাস বা বছর ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল।

প্রতিবেশী দেশে এমন হামলার পর ইসরায়েলের উচ্চপর্যায়ের নেতারা জরুরি বৈঠক করেছে। ইসরায়েলি সেনা কর্মকর্তারা সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় অফেন্স ও ডিফেন্স পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এমন হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। ওই হামলায় লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও আহত হয়েছেন। পুরো বিষয়টি নিয়ে ইরান যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে, সেই আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কারা এবং কীভাবে এই হামলা চালানো হয়েছে, তা এখনো রহস্যাবৃতই রয়েছে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার যুগে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এখনো পেজার ব্যবহার করেন। এই ছোট ডিভাইসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও যোগাযোগ রক্ষা করা যায়। পেজার বিস্ফোরণের পর বিভিন্ন গণমাধ্যম জানায় এগুলো তাইওয়ান উৎপাদন করেছে। সূত্রের বরাতে রয়টার্স জানায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলোর কাছে ৫ হাজার পেজার অর্ডার করেছিল। তবে কোম্পানি এমন দাবি নাকচ করে দিয়েছে।

একযোগে চালানো এই হামলার পর মধ্যপ্রাচ্যের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হ্যান্ডেলগুলো এ সংক্রান্ত ছবি ও ভিডিওতে ভরে যায়। অভিনব কায়দায় এমন হামলার পর বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটিকেও বার্তা দেওয়া হয়েছে। কয়েক মাস আগেই গ্যালান্ট বলেছিলেন, তার দেশের নতুন সক্ষমতা রয়েছে যা লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি শত্রুদের অবাক করে দেবে। এখন সেই কথার প্রতিধ্বনি যেন শোনা গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোফাজ্জলকে হত্যার আগে চাওয়া হয়েছিল ২ লাখ টাকা

সেমিনারে বক্তারা / কওমি সনদের মূল্যায়ন ও বাস্তবায়ন এখনো অধরা

বরগুনায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

‘পড়াশোনায় ভালো ছিল তোফাজ্জল’

ঢাবির হলে পিটিয়ে হত্যার ঘটনায় দুই শিক্ষার্থী আটক

চেন্নাইয়ে পান্ত ও লিটনের মধ্যে কী হয়েছিল?

ঢাকা ওয়াসার নতুন এমডি ফজলুর রহমান

পেজার বিস্ফোরণ / কঠোর প্রতিশোধের অঙ্গীকার লেবাননের যোদ্ধাদের

যাত্রী কল্যাণ সমিতি / আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ

ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, সারজিসের স্ট্যাটাস

১০

স্রোতের তীব্রতায় মাতামুহুরী নদীর তীরে ভয়াবহ ভাঙন

১১

রহস্যজনক কোড রিসিভ হতেই ঘটে পেজার বিস্ফোরণ

১২

‘বড় ভাই খাবার কেমন?’ 

১৩

ভয়ংকর বার্মুডা ট্রায়াঙ্গলকেও হার মানায় যে জায়গা

১৪

চলতি অর্থবছরেই ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৫

জবি আবৃত্তি সংসদের সভাপতি লগ্ন, সম্পাদক শিউলী

১৬

পেজার দিয়ে যোগাযোগ করা যায় যেভাবে

১৭

দফায় দফায় পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে : সমন্বয়ক কাদের

১৮

সাকিবকে নিয়ে তামিমের নতুন পরামর্শ

১৯

পাঁচ দফা দাবিতে রাবি প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

২০
X