কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ফের অলৌকিকভাবে শিশুর জন্ম

সেবিকার কোলে জন্ম নেওয়া শিশু। ছবি : সংগৃহীত
সেবিকার কোলে জন্ম নেওয়া শিশু। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ওলা আল-কুর্দ নিহত হয়েছেন। কিন্তু নিজের চোখ চিরতরে বন্ধ হয়ে গেলেও তার গর্ভের সন্তান দেখেছে আলোর মুখ। অলৌকিকভাবে জন্ম নেওয়া ওই শিশু এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি হামলায় পুরো পরিবার নিহত হয়। সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওলার নবজাতক ও তার স্বামী।

এর আগে গত এপ্রিল মাসে গাজায় ইসরায়েলি হামলায় মায়ের মৃত্যুর পরও গর্ভ থেকে জীবিত উদ্ধার করা হয় এক শিশুকে। তখন বিশ্বব্যাপী বেশ আলোড়ন তোলে। শিশুটির নাম রাখা হয়েছিল সাবরিন আল-সাকানি। তবে শেষমেশ শিশুটি মারা যায়।

সর্বশেষ গত ১৯ জুলাই গাজার মধ্যাঞ্চলে আল-নুসেইরেতে ওলার বাড়িতে ভয়ানক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর তীব্রতা এতটাই বেশি ছিল, ওলা ছিটকে কয়েক তলা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা ওলার। এ তথ্য জানিয়েছেন ওলার বাবা আদনান আল-কুর্দ। ওলা ছাড়াও বাড়িতে ছিলেন অন্য নারী, শিশু ও বয়োবৃদ্ধ ব্যক্তিরা। হামলায় তাদের সবাই মারা যান। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ওলার গর্ভের সন্তান।

আদনান বলেন, যখন তার মেয়ে শহিদ হন, অলৌকিকভাবে তার গর্ভে থাকা ভ্রূণ বেঁচে ছিল। সন্তানকে কোলে তুলে নিতে চেয়েছিল ওলা। তার উপস্থিতিতে ঘর আলোকিত করতে চেয়েছিল। ওলার বিশ্বাস ছিল, তার সন্তান তার শহিদ ভাইদের স্থান পূরণ করবে। একই সঙ্গে তাদের বাড়িতে জীবন ফিরিয়ে আনবে। কিন্তু নিজের সন্তানকেই দেখার সৌভাগ্য হয়নি তার।

বিমান হামলার পর ওলাকে নুসেইরেতের আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সার্জনরা নানা প্রতিকূলতার মধ্যেও নবজাতককে ডেলিভারি করতে সক্ষম হন। তার নাম দেওয়া মালেক ইয়াসিন। জন্মের পর দেইর আল-বালাহর আল আকসা হাসপাতালে স্থানান্তর করা হয় ইয়াসিনকে। সেখানকার চিকিৎসক খলিল আল-দাকরান বলেন, আলহামদুলিল্লাহ। শিশুটির জীবন রক্ষা পেয়েছে। সে এখন সুস্থ এবং ভালো আছে।

গাজা যুদ্ধে তিন ছেলেকেই হারিয়েছেন আদনান। এবার হারালেন মেয়েকেও। তবে মেয়ের রেখে যাওয়া চিহ্ন ইয়াসিনকে ঘিরে আশায় বুক বাঁধছেন বৃদ্ধ আদনান। নিজের তিন সন্তানের ছবির দিকে তাকিয়ে আদনান বলেন, ইয়াসিনের চুল তার মৃত মামা ওমরের মতোই বাদামি। আমি তাকে প্রতিদিন দেখতে যাই। সে যেন আমারই একটি অংশ।

গেল নয় মাসের যুদ্ধে মাটির সঙ্গে মিশে গেছে গাজার অধিকাংশ এলাকা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার চিকিৎসাব্যবস্থা। মেরামতের অবস্থাও নেই ধ্বংস হয়ে যাওয়া হাসপাতালগুলোর। ক্রমাগত ইসরায়েলি বোমাবর্ষণে হতাহত বাড়তে থাকলেও কোনো ধরনের চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ নেই গজায়। এরইমধ্যে ইয়াসিনের অলৌকিক জন্ম জন্ম দিয়েছে আলোচনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাবাডির পাশে থাকার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

ভারতের মাতব্বরি নয়, বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় : গয়েশ্বর

ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশু নিহত

পুনর্মিলনী করবে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন যশোর ৯৫ ব্যাচ

নারী নিয়ে বিতর্কে মুখ খুললেন সিরিয়ার বিদ্রোহী নেতা

পর্দা উঠল ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর 

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্ম নেই : ডা. শাহাদাত

ঢাকায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলায় ১৬ সেনার মৃত্যু

১০

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা

১১

‘দিন বদলের সুযোগে অপকর্ম নয়, সমাজকে পরিবর্তন করতে হবে’

১২

বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদ ঐক্য পরিষদের

১৩

হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

১৪

গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

১৫

প্রিমিয়ার লিগে আবারও হারের তিক্ত স্বাদ ম্যানসিটির

১৬

হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন হিতৈষী ব্যক্তিকে হারাল : ঐক্য পরিষদ

১৭

অ্যাডভান্স ফেরত না দিয়েই জ্যোতিকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা

১৮

কমলাপুরে যাত্রী ভোগান্তির নাটের গুরু স্টেশন মাস্টার

১৯

‘ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি’

২০
X