কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে দুই শতাধিক রকেট হামলা লেবাননের যোদ্ধাদের

ইসরায়েলের একটি এলাকায় লেবানন থেকে রকেট হামলার পর ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি এলাকায় লেবানন থেকে রকেট হামলার পর ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। নিজেদের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার জবাবে এ হামলা চালিয়েছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার (০৪ জুলাই) ইসরায়েলের সামরিক বাহিনীকে নিশানা করে এ হামলা চালানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার লেবাননের টাইরে শহরে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন। এর আগে গত জুনে ইসরায়েলি হামলায় আরেক সিনিয়র কমান্ডার নিহত হন। এ ঘটনার পর ওই সময়ে গত ৯ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তারা দেশটিতে ২০০-এর বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের ৫টি ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, জ্যেষ্ঠ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর ৮টি অবস্থানকে লক্ষ্য করে তারা বিস্ফোরকবোঝাই ড্রোন হামলা চালিয়েছে। গোলান মালভূমিসহ সীমান্তবর্তী এলাকার ইসরায়েলি ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

সংবাদমাধ্যম জানিয়েছে, বৃস্পতিবার লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ড ও গোলান মালভূমি এলাকায় রকেট এবং বিমান হামলার সাইরেন বেজেছে। সেখানকার বিভিন্ন এলাকায় ৯০ মিনিটির মধ্যে অন্তত ১৭ বার সাইরেন বাজতে শোনা গেছে।

গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির এ হামলায় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে দিনের পর দিন ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। বর্তমানে দুই দেশের মধ্যকার পরিস্থিতি ২০০৬ সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি বিভিন্ন দেশ পরিস্থিতি অবনতির আশঙ্কায় নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ৯ মাসে দুই দেশের মধ্যকার হামলা পাল্টা হামলায় হিজবুল্লাহর ৩০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এ সময় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৮৭ জন বেসামরিক লোক। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ১৮ সেনা ও ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন আ.লীগ নেত্রী রানী

সাপের কামড়ে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

মিডিয়া কি তবে আত্মহত্যায় প্ররোচনা জোগাচ্ছে!

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শেখ হাসিনার ভূমিকা বিশ্বে অন্যতম : পররাষ্ট্রমন্ত্রী

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু

বাবার স্বাধীন করা দেশ ব্যর্থ হতে পারে না : প্রধানমন্ত্রী 

এইচএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

কোচের সঙ্গে সংঘর্ষে কেইনকে নিয়ে সংশয়

দেশের ১২ জেলায় নিয়োগ দেবে ইউএস-বাংলা

বগুড়ায় যমুনা নদীর পানি কমলেও বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ

১০

বিশ্বসেরা গোলকিপারকে চায় না ম্যানইউ

১১

ঢাবির হলে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষার্থী 

১২

রাফীর সঙ্গে কাজ করার ইচ্ছে নেই দেবের

১৩

শাহবাগ অবরোধে কোটাবিরোধীরা, মধুর ক্যান্টিনে ছাত্রলীগ 

১৪

খসে পড়ল ছাদের পলেস্তারা, আহত ৫ শিক্ষার্থী

১৫

তিস্তা প্রকল্পে ভারত-চীন একসঙ্গে কাজ করতে রাজি : ত্রাণ প্রতিমন্ত্রী

১৬

শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয়, সতর্ক থাকতে হবে : কাদের

১৭

হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়েও অবরোধ

১৮

দুই বৈশ্বিক আসরের জন্য ভারতের অধিনায়ক ঘোষণা

১৯

শাবিপ্রবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

২০
X