কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নতুন করে লেখা হচ্ছে গাজায় যুদ্ধবিরতির চুক্তি

যুদ্ধবিরতির জন্য তুলে ধরা প্লাকার্ড। ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতির জন্য তুলে ধরা প্লাকার্ড। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তি নতুন করা লেখা হচ্ছে। দুপক্ষের কেউ যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় নতুন করে কিছু পরিবর্তন আসছে এ চুক্তিতে। শনিবার (২৯ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রস্তাবিত জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তি নতুন করে প্রস্তাব করছে। ইসরায়েলে জিম্মিদের পরিবারের ব্যাপক বিক্ষোভের মধ্যে এমন তথ্য জানা গেছে।

শনিবার সংবাদমাধ্যম এক্সিওজ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে। তারা বলছে, চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে। এ অনুচ্ছেদে প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, চুক্তির ১২তম অনুচ্ছেদও সংশোধন করা হয়েছে। এ অনুচ্ছেদে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে স্থানান্তরের কথা বলা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তিটি সফল করার জন্য যুক্তরাষ্ট্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফিলিস্তিনি গোষ্ঠী এ পরিবর্তন অনুমোদন করলে চুক্তিটি কার্যকর হতে পারে।

দুপক্ষের মধ্যে চুক্তি বাস্তবায়ন হলে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নারী, বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেবে। এ ছাড়া এ সময়ে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলমান থাকবে। দ্বিতীয় ধাপে হামাস তাদের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেবে। তবে চুক্তির শর্ত লঙ্ঘন করলে ইসরায়েল আবার গাজায় অভিযান শুরু করতে পারবে।

হামাসের দাবি, চুক্তির জন্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে। সাময়িক কোনো যুদ্ধবিরতিতে সম্মত হতে চাইছে না গোষ্ঠীটি। অন্যদিকে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে আসছে।

হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের শর্ত মেনে নেওয়ার জন্য হামাসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা করে ইসরায়েল। দেশটির হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ দীর্ঘ আট মাসের বেশি ধরে এ যুদ্ধ অব্যাহত রয়েছে।

এর আগে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এ সময়ে বিনিময়ে ১১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ধারণা করা হচ্ছে, তাদের হাতে এখনো শতাধিক জিম্মি রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব-শান্তদের ওপর ব্যক্তিগত আক্রমণ মানবে না বিসিবি

কুলাউড়ায় ফের বন্যার পানি বাড়ছে, আতঙ্কিত বানভাসীরা

নিজের সেরা এখনও দেওয়ার বাকি আছে মিলারের

ডেমিরালের জোড়া গোলে কোয়ার্টারে তুরস্ক

রাসেল ভাইপারের ফাঁসি দিল গ্রামবাসী

কোচ-গ্রাউন্ডস ম্যানদের বেতন বাড়ছে

ঝিনাইদহে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ

বেপরোয়া ইজিবাইক কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে ডাচরা

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

১০

শান্তর ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: পাপন

১১

আমেরিকায় পাঠানোর নামে প্রতারণা, রাজবাড়ীতে গ্রেপ্তার প্রতারক

১২

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৩

ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে অনিচ্ছুক কারা এই ‘হারেদি’ ইহুদি গোষ্ঠী?

১৪

টাঙ্গাইলে চারদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

১৫

কোটা সংস্কারের দাবিতে ইবিতে বিক্ষোভ

১৬

তুরাগে নৌকা চলাচল বন্ধ করার প্রতিবাদে মাঝিদের মানববন্ধন

১৭

কক্সবাজারে বিশ্বব্যাংকের ‘হাউজহোল্ড টয়লেট’ প্রকল্প কাজে অনিয়ম

১৮

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিট চালু

১৯

বকেয়া বেতনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি কারখানা শ্রমিকদের

২০
X