বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী, মালয়েশিয়ার অর্থনীতিতে তাদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) মালাক্কা শাখার চেয়ারম্যান জিমি অং কিম হেং।
শুক্রবার (২০ ডিসেম্বর) মালয়েশিয়ার মালাক্কা শহরে এক অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে প্রায় সব খাতেই বিপুল পরিমাণ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। মেধা, শ্রম আর নিষ্ঠার সঙ্গে কাজ করায় এসব কর্মী প্রায়ই নিয়োগকর্তাদের দ্বারা প্রশংসাও কুড়িয়েছেন।
মতবিনিময়কালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার মো. শামীম আহসান। বৈঠকে ফেডারেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এবং প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্য প্রসার, বিনিয়োগ সুবিধা, ডিজিটাল অর্থনীতি, দক্ষতা ভাগাভাগি এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালীকরণের ক্ষেত্রে সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে ফেডারেশনের নেতারা বাংলাদেশের হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ফেডারেশনের মালাক্কার নেতাদের বাংলাদেশ সফর করে নতুন সহযোগিতার ক্ষেত্র অন্বেষণের আমন্ত্রণ জানান। বাণিজ্য বিষয় ছাড়াও হাইকমিশনার ফেডারেশনের সদস্যদের পূর্ণ সহযোগিতা এবং তাদের বাংলাদেশি কর্মীদের বিভিন্ন বিষয়ে সমন্বয়ের আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে উল্লেখ করে একটি ডিজিটাল পরিবেশনা উপস্থাপনা করা হয়।
মন্তব্য করুন