ভারতের লোকসভার নবনির্বাচিত এক সদস্যকে থাপ্পড় মেরেছেন এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার (০৬ জুন) পাঞ্জাবের চন্ডিগড় বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের হেনস্তার শিকার লোকসভার ওই সদস্যের নাম কঙ্গনা রানাওয়াত। চন্ডিগড় বিমানবন্দর থেকে ওই সময় তিনি দিল্লি যাত্রা করছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত নারী কনস্টেবলের নাম কুলিন্দার কৌর। তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে (সিআইএসএফ) কর্মরত রয়েছেন।
কনস্টেবলের দাবি, ‘কৃষকদের অসম্মানের’ অভিযোগে তিনি ওই লোকসভার সদস্যকে থাপ্পড় মেরেছেন। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে।
কঙ্গনা রানাওয়াত নামের ওই নারী হিমাচল প্রদেশের মান্ডি এলাকা থেকে নির্বাচন করেছেন। তিনি ওই এলাকার লোকসভার নির্বাচিত সদস্য।
কনস্টেবল জানান, বর্তমানে বাতিল হওয়া খামার আইন ও অন্যান্য ইস্যু নিয়ে ২০২১-২১ সালে পাঞ্জাবের কৃষকেরা ১৫ মাস ধরে আন্দোলন করেন। ওই আন্দোলন নিয়ে বাজে কথা বলায় তিনি থাপ্পড় মেরেছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে দ্রুত সরিয়ে নিচ্ছেন। এ সময় সিআইএসএফের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।
Shocking rise in terror and violence in Punjab. pic.twitter.com/7aefpp4blQ — Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত করার আশ্বাস দিয়েছেন সিআইএসএফের কর্মকর্তারা। এ ছাড়া বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বিমানবন্দরের এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কঙ্গনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমি নিরাপদ আছি, ভালো আছি। চেক ইনের সময় এ ঘটনা ঘটেছে। ওই সময় নারী নিরাপত্তাকর্মী আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি পাশ থেকে এসে আমাকে আঘাত করেন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন। আমি তাকে আঘাত করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কৃষকদের সমর্থন করি।
এনডিটিভি জানিয়েছে, ২০২০-২১ সালে কৃষকদের আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করেন কঙ্গনা। এ কারণে কৃষকরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে তার গাড়িবহরও আটকে দিয়েছিলেন কৃষকরা।
মন্তব্য করুন