কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মোদির শপথ অনুষ্ঠান পেছাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান পেছাচ্ছে। বৃহস্পতিবার (০৬ জুন) একটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান রোববার (০৯ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার (০৮ জুন) তার শপথের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

বুধবার নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি জানায়, এনডিএ জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নরেন্দ্র মোদিকে জোটের নেতা নির্বাচন করা হয়েছে। এ হিসেবে নরেন্দ্র মোদি আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

এর আগে বুধবার নির্বাচনের পর শেষ বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় জয়-পরাজয় নিয়ে কথা বলেন তিনি।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতাদের সঙ্গে মন্ত্রিপরিষদ বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেন, গত ১০ বছর ধরে আমরা ভালো কাজ করে যাচ্ছি। আমরা এ ধারা অব্যাহত রাখব।

তিনি বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ। সংখ্যার এ খেলা চলতে থাকবে।

বৈঠকে মন্ত্রিপরিষদকে গত ১০ বছর ধরে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার জন্য ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, আপনারা সকলে কঠোর পরিশ্রম করেছেন।

নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালের নির্বাচনে ২৮২ আসন এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তবে এবারের নির্বাচনে দলটি পেয়েছে ২৪০টি আসন। দেশটিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন। ফলে সরকার গঠনে জোটের ওপর নির্ভর করতে হচ্ছে দলটির।

গত মঙ্গলবার (০৪ জুন) ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ।

ভারতের সংবিধান অনুসারে, দেশটিতে মোট ৫৪৫টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি পেয়েছে ২৪০ আসন। আর তাদের শরিক দলগুলো পেয়েছে ৫২ আসন। সব মিলিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৯২ আসন। অন্যদিকে অপর জোট ইন্ডিয়া পেয়েছে ২৩৪ আসন। এ ছাড়া অন্যান্য দল মিলে পেয়েছে ১৭টি আসন। আসন সংখ্যার হিসাব অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী শনিবারই তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতে জওহরলাল নেহরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। যেখানে বিজেপি জিতেছে ২৪০টি আসনে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নরেন্দ্র মোদিকে এবার সরকার গঠনে এনডিএ জোটের ওপরই নির্ভর করতে হবে। অর্থাৎ তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদির দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত এনডিএ শরিকদের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের সঙ্গে বৈঠক শুরু আজ

ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন ওবামা

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির

মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত ৫

টিভিতে আজকের খেলা

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

০৬ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

প্রকাশ্যে নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

১১

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় দলিল লেখক কারাগারে

১২

০৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৩

তুরিনে নির্মিত হচ্ছে ইতালির অন্যতম বৃহৎ মসজিদ

১৪

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যুবলীগের সহ-সভাপতি

১৫

‘নির্বাচনের রোড ম্যাপ না দিলে রাস্তায় নামতে বাধ্য হবো’

১৬

সিরাজদিখানে বিএনপি নেতা আব্দুল্লাহ'র ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়

১৭

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

১৮

মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ২

১৯

‘বিশ্বদরবারে বাংলাদেশের ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান'

২০
X