বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

উত্তর প্রদেশে মুখ থুবড়ে পড়ছে বিজেপি

চমক দেখাচ্ছে অখিলেশের সমাজবাদী দল
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘উত্তর প্রদেশ যার, দিল্লির মসনদ তার’—ভারতীয় রাজনীতির অতি প্রচলিত কথা। কারণ, এটি দেশটির সবচেয়ে বেশি সংসদীয় আসনবিশিষ্ট রাজ্য। সাধারণত লোকসভা নির্বাচনে এ রাজ্যে যে দল ভালো করে, তারাই কেন্দ্রে সরকার গঠন করে। তাই এবারও এ রাজ্যের নির্বাচনী ফলের দিকে তাকিয়ে ছিল সবাই। নির্বাচনপূর্ব সমীক্ষা, বুথফেরত জরিপসহ সবক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি এগিয়ে ছিল।

তবে সব হিসাবনিকাশ উল্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি চমক দেখিয়েছে। কংগ্রেসও গতবারের তুলনায় ভালো করেছে। সব মিলিয়ে যোগীরাজ্যে ধাক্কা খাচ্ছে বিজেপি। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিজেপির ঘাঁটিখ্যাত উত্তর প্রদেশ রাজ্যে বর্তমানে ক্ষমতায় আসেন দলটির যোগী আদিত্যনাথ। এ রাজ্যে লোকসভার আসন রয়েছে ৮০টি, যা সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ। তাই দেশের সার্বিক ফলে উত্তর প্রদেশের ফলের প্রভাব থাকে স্পষ্ট। ২০১৯ সালের নির্বাচনে এ রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৬২টি আসনে জিতেছিল বিজেপি।

তবে গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রকাশিত ফলে দেখা গেছে, এবারের নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশে এগিয়ে রয়েছে মাত্র ৩৬টি আসনে। অর্থাৎ গতবারের থেকে ২৬টি আসন হাতছাড়া হতে পারে পদ্মশিবিরের। সেখানে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি তখন পর্যন্ত এগিয়ে রয়েছে ৩৬টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৭টি আসনে। এ রাজ্যে বিজেপির শরিক আরএলডি দুটি আসনে এগিয়ে।

২০১৯ সালে আমেথি আসনে হেরেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই আসনে জিতে মন্ত্রীও হয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানি। তবে এখন পর্যন্ত স্মৃতি পিছিয়ে রয়েছেন। কংগ্রেসের কিশোরী লাল এগিয়ে রয়েছেন গান্ধীদের ঘাঁটিখ্যাত আমেথিতে। এবার রাহুল দাঁড়িয়েছেন রায়বেরেলিতে। সেখানে ২ লাখের বেশি ভোটে এগিয়ে তিনি।

সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কনৌজ কেন্দ্র থেকে জয়ে পেয়েছেন। তার স্ত্রী ডিম্পল যাদব মৈনপুরী কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। ভোট শেষের পরই অখিলেশ কর্মী-সমর্থকদের সজাগ থাকার বার্তা দিয়েছিলেন। বিজেপির ‘মিথ্যা প্রচারে’র ফাঁদে পা না দেওয়ার বার্তা দিয়েছিলেন। সেই সঙ্গে গণনা না হওয়া পর্যন্ত মাটি আঁকড়ে পড়ে থাকার বার্তা দিয়েছিলেন। এই বার্তা যে কাজে লেগেছে, তা বুঝিয়ে দিচ্ছে ভোটের ফল। তাই তো ফল প্রকাশের পর থেকে লক্ষ্ণৌতে বিজেপির দলীয় কার্যালয়ে গত বছরগুলোর উচ্ছ্বাস উধাও।

কংগ্রেস ও সমাজবাদী পার্টির অফিসে এখন উৎসবের মেজাজ। তাই এখন কংগ্রেস ও সমাজবাদী পার্টির এমন চমকের পেছনের রহস্য নিয়ে আলোচনা চলছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে গত জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন।

মূলত ভোটারদের আকৃষ্ট করতেই এমনটা করা হয়েছিল বলে ধারণা করা হয়। তখন দেশটির বিরোধীরা বলেছিলেন, রামমন্দির উদ্বোধনের নামে যা হচ্ছে, তা ধর্ম নয়, বরং পুরোটাই রাজনীতি। বিজেপি রাজ্যে নির্বাচনী প্রচারেও বারবার অযোধ্যার রামমন্দিরের প্রসঙ্গ উল্লেখ করে ভোট টানার চেষ্টা করেছিল। তবে রামমন্দির ইস্যু বিজেপির জন্য ম্যাজিক হয়ে কাজ করেনি। এমনকি রামমন্দির অযোধ্যা আসনেও সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ জিতেছেন। হেরেছেন বিজেপির প্রার্থী লাল্লু সিং।

অন্যদিকে, কাজ করেছে অখিলেশ ও রাহুলের কৌশল। তারা ২০১৭ সালের উত্তর প্রদেশ নির্বাচনেও একসঙ্গে কাজ করেছিলেন। সে সময়ে ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩০২টি আসন আর কংগ্রেস ও সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭টি। এর সাত বছর পর এবার সেই দুই নেতার কৌশলে ফল এসেছে।

বহুজন সমাজ পার্টির মায়াবতী আগে ওই রাজ্যে বড় ফ্যাক্টর ছিলেন। তবে এবার নির্বাচনে তার খুব একটা প্রভাব ছিল না। যে কারণে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ক্রেতা সেজে মাদক কারবারিকে ধরল ডিবি পুলিশ

যোগদান করলেন বাকৃবির নবনিযুক্ত উপাচার্য

ডর্‌পের কর্মশালায় ‘স্মোকিং জোন’ বিলুপ্তির প্রস্তাব

হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলী গ্রেপ্তার

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে মিছিল

সিলেটে পাথরবোঝাই ট্রলিচাপায় কিশোর নিহত

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছিতের অভিযোগ

হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে শোকজ

১০

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে চবিতে মশাল মিছিল

১১

শহীদদের স্মরণে ববিতে দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা

১২

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

১৩

দেশকে নতুন করে সাজাতে হবে : ডিআইজি মঞ্জুর মোরশেদ

১৪

বনানীতে বিপুল পরিমাণ মদ জব্দ

১৫

দিনমজুরকে গলা কেটে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন

১৬

জাবিতে কোনো কমিটিই নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে : ছাত্রদল

১৭

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

১৮

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

১৯

দেশের ৩ অঞ্চলে হিট ওয়েভের শঙ্কা

২০
X